ভোটের কাজে দু’হাজার গাড়ি

সাবেক বর্ধমান জেলা ভেঙে পশ্চিম বর্ধমান তৈরি হয় ২০১৭-এর ৭ এপ্রিল। ২০১৪ সালের লোকসভা ও ২০১৬ সালের বিধানসভা ভোটে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ভোট পরিচালনার দায়িত্ব সামলেছিল অবিভক্ত বর্ধমান জেলা প্রশাসন। এ বার নতুন জেলার প্রশাসনের কর্তারা ভোট প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১১
Share:

আসন্ন লোকসভা ভোটে পশ্চিম বর্ধমান জেলায় এ বার ছোট-বড় মিলিয়ে হাজার দুয়েক গাড়ি নেবে প্রশাসন। ভোটের কর্মী, আধিকারিক, নিরাপত্তা কর্মীদের আনা-নেওয়ার জন্য সেগুলি ব্যবহৃত হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

সাবেক বর্ধমান জেলা ভেঙে পশ্চিম বর্ধমান তৈরি হয় ২০১৭-এর ৭ এপ্রিল। ২০১৪ সালের লোকসভা ও ২০১৬ সালের বিধানসভা ভোটে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ভোট পরিচালনার দায়িত্ব সামলেছিল অবিভক্ত বর্ধমান জেলা প্রশাসন। এ বার নতুন জেলার প্রশাসনের কর্তারা ভোট প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না।

জেলাশাসক শশাঙ্ক শেঠি জানান, সম্প্রতি পরিবহণ দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বিশদে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘‘এ বার ছোট-বড় মিলিয়ে দু’হাজার গাড়ি ভোটের কাজে ব্যবহার করা হবে। সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুই মহকুমার পরিবহণ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’’ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে প্রায় ৮০০ বাস ও মিনিবাস ভাড়া নেওয়া হবে। বুথে ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীদের পরিবহণে সেগুলি ব্যবহার করা হবে। বাকি ছোট গাড়ি আধিকারিকদের ও বিভিন্ন এলাকায় প্রয়োজন মতো দ্রুত নিরাপত্তা কর্মীদের পৌঁছনোয় ব্যবহৃত হবে। জেলাশাসক জানান, পুরুলিয়ার মতো প্রতিবেশী জেলাগুলিতে যেখানে পরিবহণের সমস্যা আছে সেখানেও পশ্চিম বর্ধমান থেকে গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে। অতিরিক্ত জেলাশাসক (পরিবহণ) প্রশান্ত মণ্ডল জানান, জেলার কোন ভোটকেন্দ্রের জন্য কতগুলি গাড়ি লাগবে, তা চূড়ান্ত করা হয়েছে। রুট তালিকাও তৈরি হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement