Lok Sabha Election 2019

পুলিশ ‘স্টিকার’ সাঁটা, নালিশ

অভিযোগ, সৌমিত্রবাবু পুলিশের স্টিকার সাঁটা গাড়িতে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের কুমারমঙ্গলম পার্কের ভিতরে একটি রেস্তরাঁয় আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০১:২৬
Share:

এই গাড়ি নিয়েই বিতর্ক। নিজস্ব চিত্র

ফের বিতর্কে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এ বার তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে পুলিশ ‘স্টিকার’ সাঁটা গাড়িতে দুর্গাপুরে ঘুরে বেড়ানোর অভিযোগ করল তৃণমূল। শনিবারের ঘটনা। এ ছাড়া ‘রাষ্ট্রায়ত্ত’ সম্পত্তি, একটি পার্ক থেকে বিজেপি দলীয় কাজকর্ম চালাচ্ছে, এমনও অভিযোগ করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Advertisement

তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের অভিযোগ, এ দিন সকালে সৌমিত্রবাবু পুলিশের স্টিকার সাঁটা গাড়িতে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের কুমারমঙ্গলম পার্কের ভিতরে একটি রেস্তরাঁয় আসেন। সৌমিত্রবাবু অবশ্য বলেন, ‘‘তারাপীঠ থেকে পুজো দিয়ে ফেরার সময়ে মাঝ রাস্তায় গাড়ি বিকল হওয়ায় আমার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে চড়ে দুর্গাপুরে ফিরি। ওই গাড়িতে কী স্টিকার সাঁটা ছিল, তা আমার জানার কথা নয়।’’

উত্তমবাবুর আরও অভিযোগ, ‘‘কুমারমঙ্গলম পার্কের ওই রেস্তরাঁ থেকে বিজেপি প্রার্থী সৌমিত্রবাবু দলীয় কাজকর্ম পরিচালনা করছেন। অথচ ওই পার্ক রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিএসপি-র সম্পত্তি।’’ যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই। তাঁর কথায়, ‘‘পার্কের দায়িত্বে যিনি রয়েছেন, তিনি দলের কর্মী। তাই তাঁর কাছে বিষ্ণুপুরের প্রার্থী-সহ আমরা দেখা করতে আসি। কিন্তু দলের কোনও কাজ এখান থেকে হয় না।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তবে ডিএসপি সূত্রে জানা যায়, ওই পার্কটি দীর্ঘদিন আগে একটি বেসরকারি সংস্থাকে ‘লিজ’ দেওয়া হয়। মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও পার্কটি ওই বেসরকারি সংস্থা ছাড়েনি বলে অভিযোগ করে মামলা দায়ের করেছে ডিএসপি।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক মোদী জানান, অভিযোগ পাওয়ার পরেই ‘ফ্লাইং স্কোয়াড টিম’ ঘটনাস্থল ওই পার্কে গিয়েছিল। পার্কের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

এ ছাড়া তৃণমূল ও বিজেপি দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীদের শহরে নিয়ে আসার অভিযোগ করেছে। দু’পক্ষই অভিযোগ অস্বীকারও করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন