কাজে গতি আনতে বৈঠক হাসপাতালে

হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস জানান, এসএনসিইউ বিভাগে শিশু ভর্তির সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৭০ করা হচ্ছে। সে জন্য এই বিভাগের খোলনলচে বদলের কাজ চলছে পুরোদমে। পুজোর পরেই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ০৬:১০
Share:

মন্ত্রী মলয় ঘটক।

এসএনসিইউ বিভাগের সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করা-সহ নানা প্রস্তাব নেওয়া হল আসানসোল জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে। সোমবার এই বৈঠকে নবনির্মিত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের উন্নয়ন-সহ বিভিন্ন বিভাগের কাজের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়। বৈঠকের সভাপতিত্ব করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।

Advertisement

হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস জানান, এসএনসিইউ বিভাগে শিশু ভর্তির সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৭০ করা হচ্ছে। সে জন্য এই বিভাগের খোলনলচে বদলের কাজ চলছে পুরোদমে। পুজোর পরেই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ট্রমা সেন্টারে লিফট বসানোর পরিকল্পনা হয়েছে। কিন্তু সেই কাজে গতি আসছে না। এ ব্যাপারে মন্ত্রীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন হাসপাতালের সুপার। মন্ত্রী মলয়বাবু আশ্বাস দিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের প্রধান সমস্যা কর্মীর অভাব। কাজে গতি আনতে শীঘ্রই অন্তত ৪০ জন কর্মী নিয়োগ করতে হবে। মন্ত্রী এ ব্যাপারেও উদ্যোগের আশ্বাস দিয়েছেন। হাসপাতালের সৌন্দর্যায়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার প্রস্তাব ওঠে এ দিন। মূল দরজার সামনে ঝর্না ও বাগান তৈরি, বৃক্ষরোপণ ও তোরণ গড়ার কাজ চলছে। তবে এই কাজে কিছুটা অর্থসঙ্কট দেখা দিয়েছে বলে সুপার জানান। মন্ত্রীর পরামর্শে এডিডিএ কর্তৃপক্ষের কাছে সাহায্যের আবেদন করবেন বলে জানান সুপার নিখিলচন্দ্রবাবু।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন