আজ উদ্বোধনে বাবুল

আসানসোলের জন্য ভ্রাম্যমাণ শৌচালয় নগরোন্নয়ন মন্ত্রকের

প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি সফল করতে আসানসোলের জন্য দু’টি ভ্রাম্যমাণ বায়ো শৌচালয়ের অনুমোদন করেছে কেন্দ্রীয় নগোরোন্নয়ন মন্ত্রক। আজ, রবিবার আসানসোলে সেই শৌচালয়গুলির উদ্বোধন করবেন কেন্দ্রীয় নগোরন্নোয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি তাঁর সংসদ এলাকায় সাতটি স্কুলের জন্য মোট ৪৮টি শৌচালয় তৈরিতেও উদ্যোগী হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৫ ০২:১০
Share:

সেই শৌচালয়। নিজস্ব চিত্র।

প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি সফল করতে আসানসোলের জন্য দু’টি ভ্রাম্যমাণ বায়ো শৌচালয়ের অনুমোদন করেছে কেন্দ্রীয় নগোরোন্নয়ন মন্ত্রক। আজ, রবিবার আসানসোলে সেই শৌচালয়গুলির উদ্বোধন করবেন কেন্দ্রীয় নগোরন্নোয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি তাঁর সংসদ এলাকায় সাতটি স্কুলের জন্য মোট ৪৮টি শৌচালয় তৈরিতেও উদ্যোগী হয়েছেন বলে জানা গিয়েছে।
নগরোন্নয়ন দফতরের এক আধিকারিক শনিবার জানান, দূরদূরান্ত থেকে প্রতি দিন প্রচুর পণ্যবাহী লরি এ রাজ্যে ঢোকে। আসানসোলের ডুবুরডিহি চেকপোস্ট ও শীতলা গ্রাম লাগোয়া এলাকায় লরির কাগজপত্র পরীক্ষার জন্য চালকদের কয়েক দিন অপেক্ষা করতে হয়। শৌচকর্মের জন্য তাঁরা মাঠে-ময়দানে যেতে বাধ্য হন। তাতে পরিবেশের ক্ষতি হয়। কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে এই ধরনের ভ্রাম্যমাণ শৌচালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছে। তেমনই দু’টি শৌচালয় আসানসোলের ওই দুই এলাকায় রাখা হবে। ওই আধিকারিক জানান, সেগুলি দেখভালের জন্য একটি বেসরকারি সংস্থাকে এক বছরের দায়িত্বে রাখা হয়েছে।
যত্রতত্র শৌচকর্মের জন্য এলাকার পরিবেশ দূষিত হওয়ার অভিযোগ অনেক দিন ধরেই তুলছিলেন শীতলা গ্রাম ও ডুবুরডিহি চেকপোস্ট লাগোয়া এলাকার বাসিন্দারা। কেন্দ্রীয় নগোরন্নোয়ন প্রতিমন্ত্রী বাবুলের এই উদ্যোগে তাই খুশি তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন