Arrest

স্কুলছাত্রীকে অপহরণ! যুবক ধৃত পূর্ব বর্ধমানের শক্তিগড়ে

স্কুলছাত্রীকে অপহরণে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার পুলিশ। ধৃতের নাম দেব হালদার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ২০:১৮
Share:

—প্রতীকী চিত্র।

স্কুলছাত্রীকে অপহরণে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার পুলিশ। ধৃতের নাম দেব হালদার। শক্তিগড় থানার বাম গ্রামে তাঁর বাড়ি। শনিবার বিকেলে শক্তিগড় থানার আমড়া বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর হেফাজত থেকেই উদ্ধার হয় অপহৃতা ছাত্রী। তাঁরা অন্য কোথাও পালানোর জন্য বাসের অপেক্ষায় সেখানে দাঁড়িয়েছিলেন বলে পুলিশের অনুমান।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শক্তিগড় থানা এলাকায় বছর ১৪–র ওই স্কুলছাত্রীর বাড়ি। বৃহস্পতিবার সকালে টিউশন পড়তে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বার হয়। তার পর থেকে তার হদিস মিলছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, তাকে অপহরণ করে আটকে রেখেছেন দেব। এর পরেই ছাত্রীর মা শক্তিগড় থানার অভিযোগ দায়ের করেন। ধৃতকে রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। রবিবারই ম্যাজিস্ট্রেটের কাছে ছাত্রীর গোপন বয়ান নথিভুক্ত করায় পুলিশ। তা দেখে ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম ইন্দ্রনীল চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement