Arrest

গরু চোর সন্দেহে পিটিয়ে খুন! ধৃত চার পুলিশ হেফাজতে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেমারির মেরুয়াগ্রামে রবিবার সকালে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে আটকে প্রচণ্ড মারধর করা হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে মাঠে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক পেটানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২১:৪৫
Share:

— প্রতীকী চিত্র।

গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত চার জনকে হেফাজতে নিল পুলিশ। ঘটনায় ধৃত মুজিবর শেখ, শেখ সুন্দর আলি, ভোলা চৌধুরি ও জয়ন্ত মালিককে সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। পূর্ব বর্ধমানের মেমারি থানার বিজরা ও আমাদপুরে ধৃতদের বাড়ি। ঘটনার দিন রাতে মেমারি থানার নিমো ও পাহাড়হাটি মোড় থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের পাঁচ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেমারির মেরুয়াগ্রামে রবিবার সকালে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে আটকে প্রচণ্ড মারধর করা হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে মাঠে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক পেটানো হয়। তিনি সংজ্ঞাহীন অবস্থায় মাঠে পড়েছিলেন। মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement