রঘুনাথপুর থেকে মলানদিঘি

যানজট এড়াতে চলছে ভারী গাড়ি, বেহাল বিকল্প রাস্তা

সম্প্রসারণের কাজ চলছে জাতীয় সড়কে। যানজটের সমস্যা এড়াতে তাই মালবোঝাই গা়ড়ি যাচ্ছে বিকল্প রাস্তা ধরে। তার জেরে বেহাল হয়ে পড়ছে কাঁকসার রঘুনাথপুর থেকে মলানদিঘি যাওয়ার রাস্তা— এমনই অভিযোগ বাসিন্দাদের। বিপাকে পড়ছেন স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:৪১
Share:

এমনই হাল হয়েছে পথের। নিজস্ব চিত্র।

সম্প্রসারণের কাজ চলছে জাতীয় সড়কে। যানজটের সমস্যা এড়াতে তাই মালবোঝাই গা়ড়ি যাচ্ছে বিকল্প রাস্তা ধরে। তার জেরে বেহাল হয়ে পড়ছে কাঁকসার রঘুনাথপুর থেকে মলানদিঘি যাওয়ার রাস্তা— এমনই অভিযোগ বাসিন্দাদের। বিপাকে পড়ছেন স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রীরা। অবিলম্বে রাস্তা মেরামতির দাবি তুলেছেন বাসিন্দারা।

Advertisement

জাতীয় সড়ক থেকে ইলামবাজারগামী গাড়ি পানাগড়ের দার্জিলিং মোড় হয়ে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক ধরে যাতায়াত করে। অভিযোগ, জাতীয় সড়কে সম্প্রসারণের কাজ চলায় সেগুলির বেশির ভাগই এখন দুর্গাপুরের মুচিপাড়া থেকে শিবপুর যাওয়ার রাস্তা ধরে মলানদিঘি হয়ে রঘুনাথপুরের কাছে রাজ্য সড়কে উঠছে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই রাস্তা দিয়ে বাস ও ছোট গাড়ি চলে নিয়মিত। কিন্তু এখন দিনভর সেখান দিয়ে চলছে ভারী ট্রাক, বালির লরি। তার জেরে পিচ প্রায় উঠে গিয়ে রাস্তা জুড়ে খন্দ তৈরি হয়েছে।

এই রাস্তা দিয়ে বেনাচিতি-ইলামবাজার রুটের বাস চলে। বেহাল রাস্তায় যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা নিত্যযাত্রী ও বাস চালকদের। একই আশঙ্কা সাইকেল, মোটরবাইকের আরোহী ও পথচারীদের। দুর্গাপুরের বাসিন্দা তপন চক্রবর্তী ব্যবসার কাজে প্রায় দিনই এই রাস্তা দিয়ে মোটরবাইকে ইলামবাজার যান। তিনি জানান, ভারী যানবাহন চলাচলের জেরে এমনিতেই মোটরবাইক নিয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে। তার উপরে রাতে ও ভোরে কুয়াশায় সমস্যা আরও বেড়েছে। অবিলম্বে রাস্তা মেরামত ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি জানান এলাকার বাসিন্দারা। জেলা পরিষদের পূর্ত দফতরের তরফে আশ্বাস, রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়া হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন