সভাপতির পদ ছাড়লেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব

একটি দোলা সেনের এবং অন্যটি শোভনদেববাবুর অনুগামীদের। নভেম্বরের শেষে প্রাক্তন মন্ত্রী মদন মিত্র দোলা সেনের অনুগামীদের কর্মী সংগঠনটির অনুষ্ঠানে যোগ দিতে দুর্গাপুরে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ০৩:০৯
Share:

শোভনদেব চট্টোপাধ্যায়।

দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের (এসবিএসটিসি) আইএনটিটিইউসি কর্মী সংগঠনের সভাপতির পদ ছেড়ে দিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার তিনি দুর্গাপুরে সংস্থার প্রধান কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকের শেষে জানান, এখন থেকে তিনি কর্মী সংগঠনের উপদেষ্টার ভূমিকা পালন করবেন। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন, মন্ত্রী হয়ে এই ধরনের পদে থাকা যাবে না। তাই এই পদ ছাড়ার কথা ঘোষণা করছি।’’ রাজ্যের বিভিন্ন সংস্থায় আইএনটিটিইউসি’র দু’টি করে কর্মী সংগঠন রয়েছে। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সংস্থায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা বার বার ঘটেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও এক সংস্থায় এক কর্মী সংগঠনের নীতি এখনও পুরোপুরি কার্যকর হয়নি। এসবিএসটিসিতেও আইএনটিটিইউসি’র দু’টি কর্মী সংগঠন রয়েছে। একটি দোলা সেনের এবং অন্যটি শোভনদেববাবুর অনুগামীদের। নভেম্বরের শেষে প্রাক্তন মন্ত্রী মদন মিত্র দোলা সেনের অনুগামীদের কর্মী সংগঠনটির অনুষ্ঠানে যোগ দিতে দুর্গাপুরে আসেন। বুধবার বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘‘যে সব সংস্থায় এখনও দু’টি কর্মী সংগঠন রয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পুরনোটিই থেকে যাবে। নতুনটি তার সঙ্গে মিশে যাবে। বিরোধের কোনও জায়গাই নেই।’’ তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ইতিমধ্যেই চা বাগান, বিদ্যুৎ পর্ষদের কর্মী সংগঠন থেকে সরে এসেছেন। সে ভাবেই এসবিএসটিসি থেকেও এ দিন তিনি সরে দাঁড়ালেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন