গোলমাল রুখতে হুঁশিয়ারি সভাপতির

মাস খানেক আগে কলকাতার স্কটিশ চার্চ কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ঘেরাও-আন্দোলন ‘বেআইনি’ বলে মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০১:০৬
Share:

মাস খানেক আগে কলকাতার স্কটিশ চার্চ কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ঘেরাও-আন্দোলন ‘বেআইনি’ বলে মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু তারপরেও বর্ধমান রাজ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ-সহ অন্যান্যদের ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। এ বার সেই রাজ কলেজেরই বেশ কয়েক জন পড়ুয়াকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি জয়া দত্ত।

Advertisement

সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার কালনার পুরশ্রী মঞ্চে একটি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, সজল পাঁজা, পুরপ্রধান দেবপ্রসাদ বাগ ও জয়া দত্ত। এ দিনের ওই সভা থেকেই জয়া দত্ত রাজ কলেজের কয়েক জনের উদ্দেশে বলেন, ‘‘কলেজে গোলমাল বরদাস্ত করা হবে না। রাজ কলেজে যাঁরা বাজে আচরণ করছেন, তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।’’

মাস খানেক আগে ওই কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারকেশ্বর মণ্ডলের বিরুদ্ধে নানা দুর্নীতি, শিক্ষিক-শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার, তোলা চাওয়ার অভিযোগ ওঠে। তাঁকে পদ থেকে সরিয়ে দিয়ে অন্য অধ্যক্ষ নিবার্চনও হয়। কিন্তু তারপরেও বিভিন্ন দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ হয়েছে।

Advertisement

সম্প্রতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা নিরুপমা গোস্বামী-সহ কয়েক জনকে প্রায় সাত ঘণ্টা ধরে ঘেরাও করে রাখেন আন্দোলনকারীরা। ওই ঘটনায় ১২ জনের নামে অভিযোগও দায়ের করা হয়। পরে সকলেরই জামিন মঞ্জুর করে আদালত।

দলের ছাত্র সংগঠনের উদ্দেশে কড়া বার্তা দেন মন্ত্রী স্বপনবাবুও। তাঁর বক্তব্য, ‘‘কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নন, অথচ ছাত্র নেতা— এটা আর চলবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন