জলের আকাল, অবরোধ উখড়ায়

জলের দাবিতে রবিবার অন্ডাল–মাধাইগঞ্জ রাস্তায় বাজপেয়ী মোড় অবরোধ করে ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখালেন উখড়া গ্রাম তেলিপাড়ার বাসিন্দারা। বিক্ষোভকারীরা জানান, তাঁদের পাড়ায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের আটটি কল আছে। তাতে আগে সপ্তাহে এক দিন জল মিলত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অন্ডাল শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ০২:২৬
Share:

উখড়ায় বিক্ষোভ। নিজস্ব চিত্র

জলের দাবিতে রবিবার অন্ডাল–মাধাইগঞ্জ রাস্তায় বাজপেয়ী মোড় অবরোধ করে ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখালেন উখড়া গ্রাম তেলিপাড়ার বাসিন্দারা। বিক্ষোভকারীরা জানান, তাঁদের পাড়ায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের আটটি কল আছে। তাতে আগে সপ্তাহে এক দিন জল মিলত। মাস দুয়েক তা-ও মেলে না। ইসিএল ট্যাঙ্কারে করে জল দেয়, কিন্তু তা খাওয়ার যোগ্য নয়। সেই জলও অপার্যপ্ত। তাই তাঁরা এ দিন দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিরুদ্ধে এ ভাবে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। এ বার ইসিএলের কাছে আরও বেশি জল সরবরাহের দাবিতে বিক্ষোভ দেখাবেন বলেও হুঁশিয়ারি তাঁদের।

Advertisement

জনস্বাস্থ্য কারিগরি দফতরের এক আধিকারিক জানান, এখন প্রায় ৪২ কিলোমিটার দূর থেকে আসানসোলের কালাঝরিয়া প্রকল্পের জল উখড়ায় সরবরাহ করা হয়। তাতে সমস্যা রয়েছে বলেই পাণ্ডবেশ্বরে অজয়ের ধারে জলপ্রকল্প তেরি হয়েছে। তিনটি জায়গায় রেললাইনের নীচে দিয়ে পাইপ পাততে হবে। অনেক দেরিতে রেলের অনুমতি মিলেছে। শ্রীঘ্রই সমস্যা মিটবে বলে ওই আধিকারিকের আশ্বাস।

ইসিএলের বাঁকোলা এরিয়া কর্তৃপক্ষ জানান, তাঁরা পঞ্চায়েতের মাধ্যমে জল সরবরাহ করেন। প্রয়োজনে পরিমাণ বাড়ানো নিয়ে তাঁরা বিবেচনা করবেন। এ দিন হঠাৎ রাস্তা অবরোধে বিপাকে পড়েন যাত্রীরা। ওই মোড় থেকে প্রায় এক কিলোমিটার দূরে শঙ্করপুর মোড়ের কাছে বাস থেকে নেমে তাঁদের গন্তব্যে পৌঁছতে হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন