NCC Republic Day Camp

প্রজাতন্ত্র দিবসের প্যারেড ক্যাম্পে ডাক পূজার

প্রত্যেক বছর ১-৩১ জানুয়ারি এই ক্যাম্প হয় দেশের বাছাই করা এনএসএস (ন্যাশনাল সার্ভিস স্কিম) ভলান্টিয়ারদের নিয়ে।

Advertisement

সুপ্রকাশ চৌধুরী

বর্ধমান শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ০৭:২৬
Share:

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে ডাক পেয়েছে বর্ধমানের তরুণী। ছবি: উদিত সিংহ।

প্রজাতন্ত্র দিবসের ‘প্যারেড ক্যাম্প’-এ ডাক পেলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বাঁকুড়ার কোতুলপুরের পূজা কোলে। এক মাস ধরে চলবে এই ক্যাম্প। শরীরশিক্ষা বিভাগের এমপিএড-এর তৃতীয় সিমেস্টারের ছাত্রী পূজার সাফল্যে গর্বিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

প্রত্যেক বছর ১-৩১ জানুয়ারি এই ক্যাম্প হয় দেশের বাছাই করা এনএসএস (ন্যাশনাল সার্ভিস স্কিম) ভলান্টিয়ারদের নিয়ে। প্রজাতন্ত্রদিবসে প্রধানমন্ত্রীর সামনে কুচকাওয়াজ প্রদর্শনের সুযোগ পান ক্যাম্পে ডাক পাওয়া ভলান্টিয়াররা। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আট পড়ুয়া (এনএসএস ভলান্টিয়ার) ক্যাম্পে যোগ দেওয়ার ডাক পেয়েছেন। গত ১৫ ডিসেম্বর কেন্দ্রের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের তরফে রাজ্যের ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম কো-অর্ডিনেটেরদের পাঠানো চিঠিতে ওই আট পড়ুয়াকে ক্যাম্পে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পূজা।

পূজার কথায়, ‘‘এটা ভেবেই আনন্দ হচ্ছে যে, দেশের প্রধানমন্ত্রীর সামনে রাজধানীর রাজপথে তাঁকে অভিবাদন জানাব। এর আগে যোগায় জাতীয় ও আর্ন্তজাতিক স্তরেও সুযোগ পেয়েছি। কিন্তু এই অনুভূতি অন্যরকম।’’

Advertisement

পূজা যোগাসনে জাতীয় স্তরেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পাশাপাশি, তিনি যোগার প্রশিক্ষকও। পূজার বাবা গোলকবিহারী কোলে ব্যবসায়ী। মা মিঠু কোলে ঘর সামলান। তাঁরা বলেন, ‘‘ছোট মেয়ে জাতীয় স্তরের অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে।’’

পূজা জানান, ৩০ ডিসেম্বর তিনি ট্রেন ধরবেন। ৩১ ডিসেম্বর দিল্লিতে শিবিরে রিপোর্ট করতে বলা হয়েছে তাঁকে। এ বার প্রজাতন্ত্র দিবসের প্যারেড ক্যাম্পের থিম 'নারী শক্তি-রানি লক্ষ্মীবাই।’

কী ভাবে হয় চূড়ান্ত পর্বের বাছাই?

জানা গিয়েছে, রাজ্য স্তরে হয় প্রাথমিক পর্বের বাছাই। তার পরে হয় জোনাল স্তরে। কেন্দ্রীয় স্তরের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মেলে চূড়ান্ত পর্বের মনোনয়ন। পূজার মনোনয়নে খুশির জোয়ার বইছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আশিস পাণিগ্রাহী বলেন, ‘‘আমাদের ছাত্রী পূজা লড়াই করে উঠে এসেছে। ও যোগায় বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছে। এ বার প্রজাতন্ত্র দিবসের প্যারেড ক্যাম্পের মতো বড় জায়গায় সুযোগ পেয়েছে। এটা আমাদের কাছে গর্বের বিষয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন