কালনায় চ্যাম্পিয়ন রামেশ্বরপুর

অনূর্ধ্ব ১৬ মহকুমা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল রামেশ্বরপুর যুবশক্তি ক্লাব। শনিবার অঘোরনাথ পার্ক স্টেডিয়াম মাঠে হওয়া খেলায় তারা ২-১ গোলে হারায় যুবরাজ সঙ্ঘকে। এ দিন স্টেডিয়াম জুড়ে দর্শকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এ বার মোট ২০টি দল প্রতিযোগিতায় যোগ দেয়। প্রথমে নকআউট ভিত্তিতে খেলা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০২:৩২
Share:

শনিবার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে মধুমিতা মজুমদারের তোলা ছবি।

অনূর্ধ্ব ১৬ মহকুমা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল রামেশ্বরপুর যুবশক্তি ক্লাব। শনিবার অঘোরনাথ পার্ক স্টেডিয়াম মাঠে হওয়া খেলায় তারা ২-১ গোলে হারায় যুবরাজ সঙ্ঘকে। এ দিন স্টেডিয়াম জুড়ে দর্শকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এ বার মোট ২০টি দল প্রতিযোগিতায় যোগ দেয়। প্রথমে নকআউট ভিত্তিতে খেলা হয়। পরে ১০টি দলকে নিয়ে শুরু হয় লিগ পর্যায়ের খেলা। খেলার শুরু থেকেই মাঝ মাঠের দখল রাখে রামেশ্বরপুর। খেলার প্রথমার্ধ্বেই সুজন মাণ্ডি গোল করে রামেশ্বরপুরকে এগিয়ে দেন। বেশ কয়েকটি দূর পাল্লার শট সত্ত্বেও এই অর্ধ্বে গোল করতে পারেননি যুবরাজের খেলোয়াড়রা।
দ্বিতীয়ার্ধ্বের শুরু থেকেই মাঝ মাঠের দখল নিতে তৎপর হয় যুবরাজ। দ্বিতীয়ার্ধ্বে খেলা শুরুর ১০ মিনিটের মাথায় সমতা ফেরায় যুবরাজ সঙ্ঘের রাজু দাস। এর পরেই গোল করার জন্য মরিয়া হয়ে প্রতি আক্রমণে শুরু করেন রামেশ্বরপুরের খেলোয়াড়রা। খেলা শেষের মিনিট পাঁচেক আগে রামেশ্বরপুরের মাঝ মাঠের খেলোয়াড় অরূপ টুডু গোল করেন। তবে এই অর্ধ্বে কয়েকটি ভাল সেভ করে দর্শকদের নজর কাড়েন যুবরাজের গোল রক্ষক। এ দিন মাঠে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, কালনার পুরপ্রধান দেবপ্রসাদ বাগ প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন