Crisis of water

শহরে জলের সঙ্কট, বিক্ষোভ পুর-অফিসে 

সিপিএমের অভিযোগ, পারদ চড়তেই শহরের বিভিন্ন জায়গায় পানীয় জল দেওয়ার সময় কমিয়ে দেওয়া হয়েছে। পাইপে জলের চাপও কমে গিয়েছে। ফলে, জল সরু হয়ে পড়ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ০৮:১৬
Share:

দুর্গাপুরে জলের দাবি। নিজস্ব চিত্র।

গরম পড়তেই দুর্গাপুর শহরের ৪ নম্বর বরো এলাকার বিভিন্ন জায়গায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। এই অভিযোগ বুধবার বরো কার্যালয়ে বিক্ষোভ দেখায় সিপিএম। প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রাক্তন বরো চেয়ারম্যান সুনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তাঁকে ঘিরে ‘চোর’ স্লোগানও দেন তাঁরা। যদিও সুনীল বলেন, “পানীয় জলের তেমন কোনও সমস্যা নেই। সিপিএম নিজেদের প্রাসঙ্গিক রাখার জন্য বিক্ষোভ দেখিয়েছে।”

Advertisement

সিপিএমের অভিযোগ, পারদ চড়তেই শহরের বিভিন্ন জায়গায় পানীয় জল দেওয়ার সময় কমিয়ে দেওয়া হয়েছে। পাইপে জলের চাপও কমে গিয়েছে। ফলে, জল সরু হয়ে পড়ছে। সগড়ভাঙা পুকুরপার বস্তি, তাঁতি পাড়া, জলবস্তি, নতুনপল্লি, অম্বেডকর কলোনি, নবীনপল্লি, নিউ রবীন্দ্রপল্লি-সহ বেশ কিছু জায়গায় জলের তীব্র সঙ্কট দেখা গিয়েছে। প্রতিবাদে এ দিন স্থানীয় বাসিন্দাদের নিয়ে সগড়ভাঙা জোনাল সেন্টারে ৪ নম্বর বরো কার্যালয়ে বিক্ষোভ দেখানো হয়। মহিলারা খালি বালতি নিয়ে বিক্ষোভে শামিল হন। অভিযোগ, তাঁরা বরো কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে সুনীল জানান, পানীয় জলের তেমন সমস্যা নেই। এর পরে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।

সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, পুরসভায় দীর্ঘ দিন ধরে নির্বাচিত পুরবোর্ড নেই। ফলে সাধারণ নাগরিক পরিষেবা ভেঙে পড়েছে। গ্রীষ্মে জলের চাহিদা বাড়ে। সে কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি পুরসভা। তিনি বলেন, “বছরের অন্য সময়েও বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করতে পারে না পুরসভা। প্রায় দু’বছর ধরে কোনও ওয়ার্ডে পুর প্রতিনিধি নেই। দ্রুত পুরভোট করার দাবি জানাচ্ছি।”

Advertisement

ঘণ্টা দুয়েক বিক্ষোভ চলার পরে বরোর আধিকারিকেরা এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুরসভার দাবি, পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন