রাস্তা যেন পুকুর, সারাই চেয়ে চার ঘণ্টা অবরোধ

বাসিন্দাদের দাবি, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ মেলেনি। তাই অবরোধের সিদ্ধান্ত। চূড়পুণির বাসিন্দা মৃত্যুঞ্জয় প্রামাণিক, কল্যাণ ঘোষের প্রশ্ন, ‘‘পঞ্চায়েতের দাবি এই রাস্তার দায়িত্ব তাদের নয়, পূর্ত দফতর বলে তাদেরও নয়। এ বার আমরা কোথায় যাব?’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ০০:০০
Share:

বিক্ষোভ: কাটোয়ার চূড়পুণির রাস্তা আটকে প্রতিবাদ। নিজস্ব চিত্র।

রাস্তা নয়, যেন আস্ত পুকুর। জমা জলে খেলছে হাঁস।

Advertisement

কাটোয়ার চূড়পুণিতে রাস্তায় খন্দ নয়, বরং পুরো রাস্তাটাই বড়সড় গর্তে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে এমন হাল রাস্তার। অথচ সংস্কার হয় না। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তাটি সারানোর দাবিতে ঘন্টা চারেক অবরোধও করেন তাঁরা। থমকে যায় বর্ধমানমুখী বাস চলাচল। প্রশাসনের প্রতিশ্রুতিতে অবরোধ ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, বছর সাতেক ধরেই কাটোয়ার ফুলবাগান মোড় থেকে মঙ্গলকোটের শ্যামবাজার পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা বেহাল। এর মধ্যে চূড়পুণি থেকে শ্যামবাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। বাসিন্দাদের ক্ষোভ, নিকটবর্তী মঙ্গলকোটের খেঁড়ুয়া ও কোঁয়ারপুর ঘাট থেকে বালি তুলে ওই রাস্তা দিয়ে ট্রাক যাতায়াত করে। তাতেই এই হাল। এমনকী, গত বছর বালিবোঝাই ট্রাক উল্টে চূড়পুণির এক বাসিন্দার বাড়িও ভেঙে গিয়েছিল। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা ভেঙে একাধিক জায়গায় ফুট দুয়েক গর্ত হয়ে গিয়েছে। বর্ষায় বৃষ্টির জলে ওই গর্ত ভরে চলা দায় হয়। তাঁদের দাবি, কোশিগ্রাম পঞ্চায়েত যেতে হোক, ফুলবাগান মোড়ে গিয়ে বোলপুর, বহরমপুরের বাস ধরতে হোক কিংবা ব্যাঙ্ক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে ওই রাস্তাই ভরসা চূড়পুণির চার হাজার বাসিন্দার। এ ছাড়াও ওই রাস্তা ব্যবহার করেন লাগোয়া রাজুয়া, ধান্যরুখি, শ্যামবাজারের বাসিন্দারা। স্থানীয় রাহুল সাহা, বাবলু দের অভিযোগ, ‘‘রাস্তার থেকে নালা উঁচু হয়ে গিয়েছে। ফলে একটু বৃষ্টিতেই নর্দমা উপচানো জলে ভেসে যায় গ্রাম।’’ রাজুয়া চূড়পুণি অমলা বিদ্যাপীঠের পড়ুয়া বিউটি মুর্মূ, সহেলি দাসদের কথায়, ‘‘বৃষ্টি হলেই এক হাঁটু জলে জুতো হাতে স্কুলে যেতে হয়। তাই বর্ষা পড়লে কামাই বেড়ে যায়।’’

Advertisement

বাসিন্দাদের দাবি, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ মেলেনি। তাই অবরোধের সিদ্ধান্ত। চূড়পুণির বাসিন্দা মৃত্যুঞ্জয় প্রামাণিক, কল্যাণ ঘোষের প্রশ্ন, ‘‘পঞ্চায়েতের দাবি এই রাস্তার দায়িত্ব তাদের নয়, পূর্ত দফতর বলে তাদেরও নয়। এ বার আমরা কোথায় যাব?’’

এ দিন সকাল সাতটা থেকে মোড়কতলা মোড়ে শ’দুয়েক বাসিন্দা দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথ আটকান। আটকে যায় কাটোয়া থেকে শ্যামবাজার ভায়া বর্ধমানগামী বাস চলাচল। দুপুরে বিডিও এলাকায় গেলে তাঁর প্রতিশ্রুতিতে অবরোধ ওঠে। কাটোয়া ১-এর বিডিও মহম্মদ মারগুব ইলমি বলেন, ‘‘জেলা পরিষদ ওই রাস্তা পূর্ত দফতরকে হস্তান্তর করেছে বলে শুনেছি। তবে আপাতত পঞ্চায়েত সমিতি ওই রাস্তা সংস্কার করে দেবে।’’ বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে বিস্তারিত বৈঠক হবে বলে জানান তিনি। আজ, শুক্রবার থেকে চূড়পুণির নিকাশি নালা সংস্কারের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন