—প্রতীকী ছবি।
স্টেশনে তৎকাল টিকিটের কালোবাজারি করার অভিযোগে এক রেলকর্মীকে গ্রেফতার করল আরপিএফ। ধৃত রেলকর্মীর নাম মুস্তাক আনসারি। বরাকর স্টেশনে শান্টম্যানের কাজ করতেন তিনি। আরপিএফ সিকিউরিটি কমিশনার রাহুল রাজ জানান, বরাকরের আরপিএফ ও সিআইবি যৌথ ভাবে অভিযান চালিয়ে রেলকর্মী মুস্তাককে কুমারডুবি রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে দু’টি পরিবারের তৎকাল টিকিট ও ৫,০৮০ টাকা নগদ উদ্ধার হয়েছে।
আরপিএফ সূত্রে খবর, মুস্তাকের দাবি, কিছু গরিব যুবককে তৎকাল টিকিটের লাইনে দাঁড় করিয়ে ২০০-৪০০ টাকার বিনিময়ে রেল যাত্রীদের টিকিট পাইয়ে দেওয়ার কাজ করেন তিনি। আরপিএফ শনিবার ঝাড়খণ্ডের ধানবাদ আদালতে তাঁকে পেশ করে। বিচারক অভিযুক্তকে জামিন দিয়েছেন। তদন্ত চালিয়ে যাচ্ছে আরপিএফ আধিকারিকেরা।