সভা, কবিতায় নেতাজি স্মরণ শিল্পাঞ্চল জুড়ে

শিল্পাঞ্চল জুড়ে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। শনিবার বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলো, স্বাস্থ্য শিবির ও আলোচনাসভার আয়োজন করা হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬ ০০:২৩
Share:

রানিগঞ্জে রবিন সেন স্টেডিয়ামে অনুষ্ঠান। —ওমপ্রকাশ সিংহ

শিল্পাঞ্চল জুড়ে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। শনিবার বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলো, স্বাস্থ্য শিবির ও আলোচনাসভার আয়োজন করা হয়।

Advertisement

যুবকল্যাণ দফতর ও দুর্গাপুর পুরসভার যৌথ উদ্যোগে জয়দেব অ্যাভিনিউ ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদর্শনী কবাডি খেলারও আয়োজন করা হয়। গান, আবৃত্তি, নাচ পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাইস্কুলে এ দিন আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হয়। স্কুল সূত্রে জানা গিয়েছে, হাজার খানেক প্রতিযোগী এ দিন বিভিন্ন বিভাগে যোগ দেয়। দুর্গাপুরের বাদশা বৃদ্ধাশ্রমেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আসর বসে জগন্নাথ মন্দির সংলগ্ন মাঠে। সিটি সেন্টারে নেতাজি প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লকের তরফেও দিনটি পালিত হয়। বুদবুদের মাড়ো গ্রামে মাড়ো নেতাজি সুভাষ লোকশিল্পী অ্যাকাডেমির তরফে একটি প্রভাতফেরী এলাকা পরিক্রমা করে।

বল্লভপুরে বক্তারগনরে নেতাজির মূর্তির উদ্বোধন করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। ছিলেন স্থানীয় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। বক্তারনগর পল্লি উন্নয়ন সমিতির শিল্পীরা গান, আবৃত্তি পরিবেশন করেন। জামুড়িয়ায় একটি মিছিলের আয়োজন করে ব্লক যুব কল্যাণ দফতর। আইএনটিইউসি-র উদ্যোগে সাতগ্রাম প্রজেক্টে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। নজর কাড়ে আদিবাসী নৃত্যের পরিবেশনা। আইএনটিইউসি-র জেকেনগর শাখার তরফে এ দিন আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়লাঞ্চল প্রেস ক্লাব ইকড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের সহয়তায় নিখরচায় চোখ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ছিলেন সিপিএম কাউন্সিলর তাপস কবি, আসানসোল পুরনিগেমর বোরো চেয়ারম্যান শেখ সানদার প্রমুখ। বাউল গান করেন হারাধন দাস, মধুসূদন সূত্রধর ও সঞ্জীবন বন্দ্যোপাধ্যায়েরা। পরাশিয়া কোলিয়ারি হিন্দি উচ্চবিদ্যালয়ের পড়ুয়ারা এলাকায় একটি সাইকেল মিছিল বের করেন। নেতাজি-জয়ন্তীতে বার্নপুর ভগৎ সিংহ পাঠাগারে কম্পিউটার কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। ছিলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বার্নপুর নওজওয়ান ক্লাবে ৫ কিলোমিটার দৌড়ে যোগ দেয় হাজারখানেক পড়ুয়া।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন