মনোনয়নে ছোট মিছিল

বড়সড় জমায়েত করে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে নিয়ে যাওয়া হবে বলে আগের দিন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দাবি করেছিল সিপিএম। বৃহস্পতিবার অবশ্য দুর্গাপুরে তাদের তিন প্রার্থী মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে সেই জমায়েত দেখা গেল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ০১:৪৮
Share:

বড়সড় জমায়েত করে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে নিয়ে যাওয়া হবে বলে আগের দিন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দাবি করেছিল সিপিএম। বৃহস্পতিবার অবশ্য দুর্গাপুরে তাদের তিন প্রার্থী মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে সেই জমায়েত দেখা গেল না। এ দিন দলের দুর্গাপুর পূর্বের প্রার্থী সন্তোষ দেবরায়, পাণ্ডবেশ্বরের গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ও রানিগঞ্জের রুনু দত্ত মনোনয়ন জমা দিতে আসেন। প্রশাসনের তরফে মহকুমাশাসকের অফিসের খানিক আগে বাঁশের ব্যারিকেড করা হয়। ছিলেন বহু পুলিশকর্মী। সকাল পৌনে ১১টা নাগাদ শ’তিনেক সিপিএম কর্মী-সমর্থকের মিছিল সেখানে পৌঁছলে পুলিশ আটকে দেয়। তিন প্রার্থী মনোনয়ন জমা দেন।

Advertisement

আগে জানিয়েও সিপিএম বড় মিছিল না করায় তৃণমূলের দুর্গাপুর জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের টীপ্পনি, ‘‘মানুষের সমর্থন না থাকলে মিছিল বড় হবে কী করে!’’ সিপিএমের দুর্গাপুর পূর্ব ২ জোনাল সম্পাদক পঙ্কজ রায় সরকারের অবশ্য দাবি, নির্বাচন কমিশনের নিষেধের কথা মাথায় রেখেই শেষমেশ বড মিছিল করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন