ছাত্রীদের হস্টেলে বিক্ষোভ

একগুচ্ছ অভিযোগ তুলে রবিবার রাত থেকে আন্দোলনে বসেছেন বর্ধমান শহরের একমাত্র মুসলিমদের জন্য নির্দিষ্ট হস্টেলের ছাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ ওঠে। জানা গিয়েছে, মেট্রনের অপসারণের দাবিতে সরব হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ছাত্রীরা। সোমবার আন্দোলনরত ছাত্রীদের বোঝাতে নামেন জেলা প্রশাসনও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৬
Share:

একগুচ্ছ অভিযোগ তুলে রবিবার রাত থেকে আন্দোলনে বসেছেন বর্ধমান শহরের একমাত্র মুসলিমদের জন্য নির্দিষ্ট হস্টেলের ছাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ ওঠে।

Advertisement

জানা গিয়েছে, মেট্রনের অপসারণের দাবিতে সরব হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ছাত্রীরা। সোমবার আন্দোলনরত ছাত্রীদের বোঝাতে নামেন জেলা প্রশাসনও। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রণব বিশ্বাস বলেন, “ওই ছাত্রীদের সঙ্গে কথা বলতে এক আধিকারিককে পাঠানো হয়েছিল। বিক্ষোভ উঠে গিয়েছে।’’ বর্ধমান শহরের বড়বাজার এলাকায় ওয়াকফ বোর্ডের অধীনে রয়েছে এই হস্টেলটি। ৮৫ জন ছাত্রী সেখানে থাকেন বলে জানা গিয়েছে। তাঁরা বর্ধমানের বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়া। মাসখানেক আগে সুপার অবসর নেওয়ায় মেট্রন হুসেনারা খাতুনের উপর ওই আবাসিক হস্টেলের দায়িত্ব দেওয়া হয়। আবাসিকদের অভিযোগ, মেট্রন নিয়মিত ভাবে ছাত্রীদের সঙ্গে নানা ভাবে দুর্ব্যবহার করেন। শুধু তাই নয়, কোনও ছাত্রী অসুস্থ হয়ে পড়লেও তিনি কোনও গুরুত্ব দেন না। এ ছাড়াও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তো রয়েছেই। ছাত্রীরা গত শুক্রবার পুরো বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হন। কিন্তু জেলা প্রশাসনের কাছ থেকে কোনও সাড়া না পেয়ে রবিবার রাত থেকে অবস্থান আন্দোলনে বসেন তাঁরা। অভিযুক্ত মেট্রন অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন