দামোদরে স্নানে নেমে মৃত্যু ছাত্রের

ফুটবল খেলার পরে স্নান করতে নদীতে নেমে তলিয়ে গিয়েছিল তিন জন। তাদের মধ্যে মৃত্যু হল এক জনের। ঘটনাটি ঘটেছে অন্ডালের কুঠিডাঙায় দামোদরের ঘাটের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম রাহুল সাউ(১৮)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অন্ডাল শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০০:৫৬
Share:

দীপক সাউ। —নিজস্ব চিত্র।

ফুটবল খেলার পরে স্নান করতে নদীতে নেমে তলিয়ে গিয়েছিল তিন জন। তাদের মধ্যে মৃত্যু হল এক জনের। ঘটনাটি ঘটেছে অন্ডালের কুঠিডাঙায় দামোদরের ঘাটের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম রাহুল সাউ(১৮)।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন সকালে ফুটবল খেলার পরে রাহুল তার দুই সঙ্গী গুড্ডু সাউ ও কালু সাউয়ের সঙ্গে স্নান করতে দামোদরে নামে। জলের তোড়ে তিন জনই তলিয়ে যায়। তাদের দেখতে পেয়ে এক সঙ্গী দীপক সাউ জলে ঝাঁপায়। তা দেখে এলাকার কয়েক জনও ঝাঁপ দেন। তাঁরা প্রথমে দু’জনকে উদ্ধার করেন। তারা বেঁচে যায়। কিন্তু রাহুলকে তুলে আনার পরে দেখা যায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাহুলের মা লক্ষ্মীদেবী কথা বলার মতো অবস্থায় নেই। বাবা মনোজবাবু জানান, দুই ছেলে ও এক মেয়ের মধ্যে রাহুল বড়। সে ধানবাদে দ্বাদশ শ্রেণিতে পড়ত।

বন্ধুদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে দীপক। সে জ্ঞানও হারায়। ঘণ্টাখানেক পরে সে সুস্থ হয়। এলাকার বাসিন্দা তথা অন্ডাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাঞ্চন মিত্র জানান, রাহুল এলাকায় ভাল ছেলে বলে পরিচিত ছিল। তার মৃত্যুতে এলাকা শোকস্তব্ধ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন