সুবোধ কাপে চ্যাম্পিয়ন কল্যাণ

সুযোগ তৈরি করেও গোল না করার মাসুল দিতে হল অগ্রদূতকে। শহরের প্রাচীন ফুটবল প্রতিযোগিতা সুবোধ কাপে টাইব্রেকারে জিতল কল্যাণ স্মৃতি সঙ্ঘ। রবিবার বিকেলে রানির মাঠে ৫-৩ গোলে অগ্রদূতকে হারিয়ে দেয় তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০১:৫৯
Share:

রানির মাঠে খেলার একটি মুহূর্ত। রবিবার তোলা নিজস্ব চিত্র।

সুযোগ তৈরি করেও গোল না করার মাসুল দিতে হল অগ্রদূতকে। শহরের প্রাচীন ফুটবল প্রতিযোগিতা সুবোধ কাপে টাইব্রেকারে জিতল কল্যাণ স্মৃতি সঙ্ঘ। রবিবার বিকেলে রানির মাঠে ৫-৩ গোলে অগ্রদূতকে হারিয়ে দেয় তারা।

Advertisement

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবল কোচ রথীন ভট্টাচার্য বলেই ফেললেন, “ভাল খেলেও হারল অগ্রদূত। গোম মিস করলে এই হয়!” খেলার শুরু থেকে শেষ পর্যন্ত বার পাঁচেক গোল করার সুযোগ পেয়েছিল অগ্রদূত। খেলা শেষের কয়েক মিনিট আগে গোলকিপারের তৎপরতায় ও আর এক বার পোস্টে লেগে বল ফিরে আসায় গোলের মুখ খুলতে পারেনি অগ্রদূত। কল্যাণ স্মৃতি সঙ্ঘের সাবির আহমেদের ব্যাকভলিও পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ফাইনাল টাইব্রেকারে গড়ায়।

আট দলের এই প্রতিযোগিতায় প্রতিদিনই মাঠে দর্শক সমাগম ভাল হয়েছিল বলে জেলা ক্রীড়া সংস্থার কর্তাদের দাবি। এ দিন আহত এক খেলোয়াড়কে ফের মাঠে আসার উৎসাহ দেওয়ার জন্য মোহনবাগানের দেওয়া ব্যাগ, জার্সি তুলে দেন প্রাক্তন ভারতীয় ফুটবলার দেবাশিস কোনার। জেলা ক্রীড়া সংস্থার তরফে প্রাক্তন ফুটবলার অমর্ত্য ঘোষ ও সুকুমার সরকারকে সম্মানিত করা হয়। এ দিনের খেলা পরিচালনা করেন অমর দাস, তাপস রায় ও বিশ্বনাথ দে।

Advertisement

এই প্রতিযোগিতায় সেরা গোলকিপার ও সেরা স্ট্রাইকার হয়েছেন কল্যাণ স্মৃতি সঙ্ঘের কৌশিক সিংহ ও আমির মুর্মু। সেরা ডিফেন্ডার ও সেরা মিডফিল্ডার হন অগ্রদূতের কার্তিক বিশ্বাস ও মৌসম মুর্মু। পুরস্কার তুলে দেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় বাবু মানি, মুর্শেদ আলি প্রমুখ। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক উত্তম সেনগুপ্ত বলেন, “সারা বছরই বিভিন্ন প্রতিযোগিতা চালাতে হয়। কিন্তু আর্থিক সংস্থান না থাকায় চেয়েচিন্তে চালাতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন