দলীয় পতাকা লাগানো নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জামুরিয়ায় উত্তেজনা

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৫ মে ২০২৪ ২৩:৩৮
Share:

—প্রতীকী চিত্র।

আসানসোল লোকসভা কেন্দ্রের জামুরিয়া বিধানসভা এবং পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ। বিজেপি কর্মীদের মারধর এবং বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দোষীদের শাস্তির দাবিতে পাণ্ডবেশ্বর থানার সামনে ধর্না দেন বিজেপির নেতা-কর্মীরা।

Advertisement

বিজেপি নেতা গৌতম মন্ডল জানান, ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামে। বিজেপি প্রার্থী এসএস অহলুওয়ালিয়ার কর্মসূচির জন্য বিজেপি কর্মীরা ঝান্ডা বাঁধার কাজ করছিল। সে সময় জামুড়িয়া ব্লক ২-এর তৃণমূল সভাপতি তথা জামুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সিদ্ধার্থ রানা ও বালি কারবারি যুধিষ্ঠির ঘোষের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর চড়াও হন এবং তাঁদের বাড়িতেও হামলা চালান বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে দেওয়া ভিডিয়োয়তে দেখা যাচ্ছে, জামুড়িয়া ব্লক ২-এর তৃণমূল সভাপতি তথা জামুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সিদ্ধার্থ রানা, শ্যামলা গ্রাম পঞ্চায়েতে প্রধান অসিত মণ্ডল-সহ বহু তৃণমূল নেতা-কর্মীরা সেখানে রয়েছেন। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

বিজেপি নেতা গৌতম মণ্ডল জানান, যত ক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে, তত ক্ষণ পর্যন্ত ধর্না চলবে। প্রয়োজনে তাঁরা অনশনের হুমকিও দেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন