Agnimitra Pal

জামুড়িয়ায় অগ্নিমিত্রাকে ঘিরে বিক্ষোভ, তৃণমূলকে তোপ বিজেপি বিধায়কের, পাল্টা কটাক্ষ শাসকদলের

জামুড়িয়ার এবি পিট এলাকায় পানীয় জলের সমস্যা দেখতে গিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান হয়। বিধায়কের অভিযোগ, তৃণমূলই বিক্ষোভ দেখিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

জামুড়িয়া শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:৩৭
Share:

বিজেপি বিধায়ক তথা নেত্রী অগ্নিমিত্রা পাল। — নিজস্ব চিত্র।

পানীয় জলের সমস্যার সমাধানে গিয়েছিলেন বিজেপি নেত্রী। কিন্তু স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে ফিরতে হল অগ্নিমিত্রা পালকে। তাঁর অভিযোগ, তৃণমূলের লোকেরাই স্থানীয় বাসিন্দা সেজে তাঁকে বাধা দিয়েছেন। যদিও বিক্ষোভকারীদের দাবি, তাঁদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ নেই।

Advertisement

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় ইসিএলের এবি পিট কোলিয়ারি রয়েছে। সেখানে গত ৭ জানুয়ারি থেকে পানীয় জল আসছে না বলে অভিযোগ। নলবাহিত জল না আসায় আসানসোল পুরসভা গাড়িতে করে জল পাঠাচ্ছে। কিন্তু তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ। জলের সমস্যার কথা শুনেছিলেন বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা। বুধবার তিনি হাজির হন এবি পিট এলাকায়। অগ্নিমিত্রার দাবি, একটি মাত্র কল থেকে কোনও রকমে জল পড়ছে। সেই জলও খুব ঘোলা। তা নিয়ে তৃণমূল কিছুই করেনি। তিনি আসছেন শুনেই তাই তৃণমূল বিক্ষোভে নেমেছে। এ দিকে, অগ্নিমিত্রা পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন স্থানীয়েরা। গাড়ির বনেটে চাপড় মারা হয় বলেও অভিযোগ। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাসিন্দাদের একাংশের। অগ্নিমিত্রা বলেন, ‘‘তৃণমূল নিজে কাজ করবে না। কাউকে কাজ করতেও দেবে না। এলাকার মানুষ খাওয়ার জল পাচ্ছে না। তা নিয়ে তৃণমূলের কোনও মাথাব্যথা নেই। তাঁদের যত চিন্তা, কী করে অগ্নিমিত্রাকে আটকানো যায়! এই রাজ্যের সরকার মা-মাটি-মানুষের কথা বলে। অথচ, মানুষ জল পাচ্ছে না তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কারও কোনও চিন্তাই নেই। কী আশ্চর্য!’’ অগ্নিমিত্রার দাবি, তিনি ইসিএলের সঙ্গে কথা বলে এলাকার জলের সমস্যা আপাতত মিটিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘‘এটা তো ইসিএলের করার কথা না। পুরনিগমের কাজ। তবুও আমি ইসিএলের জিএমকে ফোন করেছিলাম। মঙ্গলবার থেকে জল আসবে ইসিএল থেকে, কথা হয়ে গিয়েছে। সরকারের কথা জানি না।’’

আসানসোল পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অপরেশ ঘোষ বলেন, ‘‘ওই জায়গার জলের একটি মেশিন খারাপ হয়ে গিয়েছে। ইসিএল ঠিক করছে। এখনও ঠিক না হওয়ায় আমরা ট্রাকে করে জল পাঠাচ্ছি। জলের ট্রাকের সংখ্যা বৃদ্ধি করতে বলেছেন গ্রামবাসীরা। আমরা চেষ্টা করছি তা করতে। দ্রুততার সঙ্গে জল প্রকল্পের কাজ হচ্ছে। কাজ শেষ হলেই জলের সমস্যা মিটে যাবে।’’

Advertisement

অগ্নিমিত্রা বিক্ষোভকারীদের তৃণমূল বলে দাবি করলেও বিক্ষোভকারীরা নিজেরা দাবি করছেন, তাঁরা কোনও দলের সঙ্গে যুক্ত নন। তৃণমূলের স্থানীয় নেতা তথা জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরিরাম সিংহের ঘনিষ্ঠ আস্তিক পাসওয়ান বলেন, ‘‘অগ্নিমিত্রা এখানে এসেছিলেন সংবাদমাধ্যমে ছবি দেখানোর জন্য। পুরনিগম জলের ব্যবস্থা করছে। আমরাও ইসিএলের কাছে গিয়ে সমস্যার কথা বলেছিলাম। উনি এসে নাম কেনার চেষ্টা করেছিলেন, স্থানীয় বাসিন্দারা এমন নির্লজ্জ কাজের বিরোধিতা করেছেন। তৃণমূল কিছুই করেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন