জরিমানা নিয়ে ঝামেলা, রিপোর্ট চাইলেন এসপি

জরিমানা আদায় করতে গিয়ে বচসার জেরে এক মোটরবাইক আরোহীকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রায়নার যুবক সুকান্ত রায়ের কাছে মোটরবাইকের বিমা সংক্রান্ত কাগজ ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:০৫
Share:

জরিমানা আদায় করতে গিয়ে বচসার জেরে এক মোটরবাইক আরোহীকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

Advertisement

রায়নার যুবক সুকান্ত রায়ের কাছে মোটরবাইকের বিমা সংক্রান্ত কাগজ ছিল না। বৃহস্পতিবার দুর্পুর এক্সপ্রেসওয়ের উপরে তেলিপুকুরে তাঁর মোটরবাইক আটকে তাঁর কাছ থেকে জরিমানা আদায় করে পুলিশ। জরিমানার অঙ্ক নিয়ে পুলিশের সঙ্গে তাঁর বচসা হয়। তারপর তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে বর্ধমান থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলে সুকান্তবাবুকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। জেলার পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “বর্ধমান থানার কাছে রিপোর্ট চেয়েছি। ওই রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বেপরোয়া গাড়ি ও মোটরবাইক চালানোর বিরুদ্ধে পুলিশের অভিযান এ দিনও অব্যাহত ছিল। বেশ কয়েকটি গাড়ি ও মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর অভিযোগে কয়েকজনকে ধরাও হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো ও পরিবহণ আইন মোতাবেক মামলার পাশাপাশি, ফৌজদারি আইনেও মামলা করেছে পুলিশ। আইন ভাঙায় এ দিন গলসি, বর্ধমান ও রায়না থেকে মোট আট জনকে গ্রেফতার করে বর্ধমান আদালতে হাজির করানো হলে বিচারক এক দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

চালকদের পাশে। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষে গলসি থানার ২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ভাসাপুলের মহামায়া ফিলিং স্টেশনে গাড়ি মালিক ও চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি হল। স্টেশন সংলগ্ন এলাকায় গাড়ি চালকদের জন্য বিশ্রামাগার, স্নানাগার, লন্ড্রির ব্যবস্থাও করা হয়েছে। এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ওয়েলের কর্তাব্যক্তিরা। এমন উদ্যোগকে স্বাগত জানান চালকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement