বৃষ্টিতে ক্ষতি লাইনে, ব্যাহত ট্রেন চলাচল

কুলটির চিত্তরঞ্জন রোডের উপরে অবস্থিত ওই রেল-টানেলের পাশ দিয়ে একটি বড় নালা গিয়েছে। চৌরঙ্গি পুলিশফাঁড়ি লাগোয়া বিস্তীর্ণ এলাকার জল ওই নালা দিয়ে বয়ে যায়। নালার পাশে রেল-টানেলের একটি ‘গার্ডওয়াল’ রয়েছে। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা প্রবল বৃষ্টিতে নালাটি ফুলেফেঁপে ওঠে। জলের তোড়ে সেই ‘গার্ডওয়াল’ ধসে যায়। ‘গার্ডওয়াল’ এবং রেললাইনের মাঝের মাটি, পাথরও ধসে যায়। ক্ষতিগ্রস্ত হয় আপ লাইন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ০২:৩১
Share:

জোরকদমে চলছে মেরামতির কাজ। নিজস্ব চিত্র

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হল দিল্লিগামী গ্র্যান্ড কর্ড রেললাইনে। ফলে, আসানসোল-ধানবাদ সেকশনে আপ লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শুক্রবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনে, সীতারামপুর ও কুলটি স্টেশনের মাঝে রেল-টানেল লাগোয়া এলাকায় মাটি, পাথর ধসে যাওয়ায় এই বিপত্তি বলে রেল কর্তৃপক্ষের দাবি।

Advertisement

শুক্রবার সকাল সাড়ে ৭টায় বিষয়টি প্রথম দেখতে পান রেলের দুই ‘মনসুন প্যাট্রলম্যান’ লল্লনকুমার মাহাতো ও শুভজিৎ মল্লিক। তাঁদের থেকেই খবর যায় রেলকর্তাদের কাছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এলাকায় পৌঁছন ডিআরএম (আসানসোল) প্রশান্তকুমার মিশ্র। তিনি বলেন, ‘‘বোল্ডার, পাথর গুঁড়ো ও স্লিপার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। বিপদের কথা সময়ে নজরে আনায় ওই দুই রেলকর্মীকে পুরস্কৃত করা হবে।’’

কুলটির চিত্তরঞ্জন রোডের উপরে অবস্থিত ওই রেল-টানেলের পাশ দিয়ে একটি বড় নালা গিয়েছে। চৌরঙ্গি পুলিশফাঁড়ি লাগোয়া বিস্তীর্ণ এলাকার জল ওই নালা দিয়ে বয়ে যায়। নালার পাশে রেল-টানেলের একটি ‘গার্ডওয়াল’ রয়েছে। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা প্রবল বৃষ্টিতে নালাটি ফুলেফেঁপে ওঠে। জলের তোড়ে সেই ‘গার্ডওয়াল’ ধসে যায়। ‘গার্ডওয়াল’ এবং রেললাইনের মাঝের মাটি, পাথরও ধসে যায়। ক্ষতিগ্রস্ত হয় আপ লাইন।

Advertisement

আপৎকালীন পরিস্থিতিতে আপ লাইনের কিছু ট্রেনের ‘রুট’ বদলানো হয়। হাওড়া-রাঁচী শতাব্দী এক্সপ্রেসকে আসানসোল-বার্নপুর-আদ্রা রুটে, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং হাওড়া-লালকুঁয়া এক্সপ্রেসকে সীতারামপুর-কুলটি লিঙ্ক গুডস লাইন দিয়ে এবং আপ জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস, শিয়ালদহ-অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসকে সীতারামপুর-কুলটি লিঙ্ক লাইন দিয়ে চালানো হয়েছে। বাতিল করা হয়েছে আসানসোল-ধানবাদ ও বরকাখানা প্যাসেঞ্জার এবং আসানসোল-ধানবাদ মেমু।

ডিআরএম বলেন, ‘‘আশা করি, ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এই লাইনে ট্রেন চলাচল শুরু হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement