কৃষিমন্ত্রীর কাছে সেচের জলের দাবি

সর্ষে চাষ করে লাভের মুখ দেখা যাচ্ছে, কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুকে জানালেন অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েতের চাষিরা। শনিবার কয়েকশো বিঘা জমিতে সর্ষে ফলন দেখেলেন কৃষিমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অন্ডাল শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০২:০৩
Share:

সর্ষেক্ষেতে পরিদর্শনে মন্ত্রী। নিজস্ব চিত্র।

সর্ষে চাষ করে লাভের মুখ দেখা যাচ্ছে, কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুকে জানালেন অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েতের চাষিরা। শনিবার কয়েকশো বিঘা জমিতে সর্ষে ফলন দেখেলেন কৃষিমন্ত্রী।

Advertisement

চাষিরা জানান, ব্লক কৃষি আধিকারিকের কথায় সর্ষে চাষ করে লাভ হচ্ছে। বিঘা পিছু চার হাজার টাকা বিনিয়োগ করলে ৮ হাজার টাকার বেশি দামের সর্ষে পাওয়া যাচ্ছে। সেচের জল পাওয়া গেলে ও সর্ষে মিল চালু হলে লাভ আরও বাড়বে বলে দাবি করেন তাঁরা। তাঁদের অভিযোগ, দামোদরের ভাঙনে কয়েকশো বিঘা জমি তলিয়ে গিয়েছে। ভাঙন রোধ না হলে আরও অনেক জমি হারিয়ে যাবে। কৃষিমন্ত্রী বলেন, “সরকারের পরিকল্পনা আছে। পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

এ দিন কৃষিমন্ত্রী রানিগঞ্জের বল্লভপুরে নুপুর মৌজার চাষ দেখতে যান। সেখানে প্রায় ৯০ বিঘা জমিতে সর্ষে, পেঁয়াজ, মুসুর ডাল, ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর চাষ দেখেন। সেখানেও চাষিরা সেচের জলের ব্যবস্থা ও হাতির হানায় নষ্ট ফসলের ন্যায্যমূল্য দেওয়ার অনুরোধ করেন।

Advertisement

জেকেনগর বারি ময়দানে রানিগঞ্জ ব্লক কৃষিমেলার উদ্বোধন করে পূর্ণেন্দুবাবু বলেন, “আমার ধারনা ছিল না, এখানে এত চাষ হয়। শুধু খনিতে কাজ করলে হবে না, কৃষিতে যখন এত সম্ভবনা আছে, বাসিন্দাদের সে দিকেও নজর দেওয়া উচিত।’’ এ দিন জামুড়িয়া ব্লক কৃষিমেলার উদ্বোধন করেন রাজ্যের আর এক মন্ত্রী মলয় ঘটক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন