BLO Binita Kumari

মাত্র ২০ দিনে এসআইআর-এর কাজ শেষ! নজির গড়লেন সালানপুরের মহিলা বিএলও

গত ৪ নভেম্বর কাজ শুরু হওয়ার পর নির্ধারিত ২৪ নভেম্বরের আগেই তিনি সমস্ত কাজ শেষ করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০১:৪৩
Share:

বিডিও অফিসে বিনীতা কুমারী। —নিজস্ব চিত্র।

রাজ্য জুড়ে যখন বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ নিয়ে বুথ স্তরের আধিকারিক (বিএলও)-দের মধ্যে নানা রকমের সমস্যা, আতঙ্ক এবং কাজের চাপে মানসিক উদ্বেগ দেখা দিয়েছে, তখন নির্ধারিত সময়ের আগে দ্রুত কাজ শেষ করে দৃষ্টান্ত স্থাপন করলেন পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের ১১৫ নম্বর বুথের মহিলা বিএলও বিনীতা কুমারী।

Advertisement

সূত্রের খবর, সালানপুরের এই অঙ্গনওয়াড়ি কর্মী মাত্র ২০ দিনের মধ্যে তাঁর বুথের অন্তর্গত প্রায় ৮০০ জন ভোটারের ফর্ম পূরণ এবং তা ‘ডিজিটাইজ়েশন’-এর মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে নজির গড়লেন। গত ৪ নভেম্বর কাজ শুরু হওয়ার পর নির্ধারিত ২৪ নভেম্বরের আগেই তিনি সমস্ত কাজ শেষ করেন।

তাঁর এই কৃতিত্বের জন্য সালানপুর ব্লক প্রশাসনের তরফ থেকে এই মহিলা বিএলওকে পুরস্কৃত করা হয়।

Advertisement

বিনীতা দেবীর এই অসামান্য কাজে খুশি পশ্চিম বর্ধমানের এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি জানান, যে তাঁদের বিএলওরা খুব ভাল কাজ করছেন এবং প্রায় সকল বিএলওরই প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement