লরির ধাক্কায় মৃত্যু যুবকের

লরির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক চালকের। রবিবার রাতে মন্তেশ্বরের কুসুমগ্রাম এবং উজনো গ্রামের মাঝামাঝি জায়গায় ওই দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম ইব্রাহিম শেখ (১৮)। বাড়ি কুসুমগ্রাম এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০২:০০
Share:

লরির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক চালকের। রবিবার রাতে মন্তেশ্বরের কুসুমগ্রাম এবং উজনো গ্রামের মাঝামাঝি জায়গায় ওই দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম ইব্রাহিম শেখ (১৮)। বাড়ি কুসুমগ্রাম এলাকায়। পুলিশ জানিয়েছে, এ দিন রাতে ইব্রাহিম একটি মোটরবাইকে স্থানীয় এক বন্ধুকে চাপিয়ে নবদ্বীপ-বর্ধমান রোড ধরে বাড়ি ফিরছিলেন। আচমকা রাস্তায় তাদের মোটরবাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইব্রাহিমের। তার বন্ধুটিকে প্রথমে মন্তেশ্বর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement