নজরে বর্ধমান

ব্লক অফিসে ‘এত্তা জঞ্জাল’ ঝাঁট দিলেন সভাধিপতি

ঝাঁটা হাতে ব্লক অফিস সাফাই করছেন জেলা সভাধিপতি দেবু টুডু! অস্বাস্থ্যকর পরিবেশের জন্য নাগাড়ে ভর্ৎসনাও করছেন বিডিও-কে। শনিবার এমনই দৃশ্য দেখা গেল কালনা-২ ব্লক অফিসে।

Advertisement

কেদারনাথ ভট্টাচার্য

কালনা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২৩
Share:

ঝাঁটা হাতে সাফাই অফিযানে জেলা সভাধিপতি দেবু টুডু।—নিজস্ব চিত্র

ঝাঁটা হাতে ব্লক অফিস সাফাই করছেন জেলা সভাধিপতি দেবু টুডু! অস্বাস্থ্যকর পরিবেশের জন্য নাগাড়ে ভর্ৎসনাও করছেন বিডিও-কে। শনিবার এমনই দৃশ্য দেখা গেল কালনা-২ ব্লক অফিসে।

Advertisement

সম্প্রতি বর্ধমানের সব ব্লককেই ‘নির্মল’ বলে ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ বার রাজ্য স্তরে বর্ধমানকে ‘নির্মল জেলা’ ঘোষণা করার পালা। সে জন্য রাজ্য থেকে সরকারি প্রতিনিধিদল বারবার আসছে বর্ধমানে। প্রশাসন সূত্রের খবর, তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানকে ‘নির্মল জেলা’ হিসাবে ঘোষণা করবেন। অল্প কিছু দিনের মধ্যেই সেই রিপোর্ট রাজ্য স্তরে জমা পড়ার কথা। এই পরিস্থিতিতে সরকারি স্তরে সাফাই অভিযানে যাতে খামতি না থাকে, সে জন্য ১৬ ফেব্রুয়ারি থেকে সপ্তাহভর কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন।

এ দিন সকালে ওই কর্মসূচি অনুযায়ী, ব্লক অফিসে পৌঁছন কালনা ২ ব্লকের বাদলার বাসিন্দা দেবুবাবু। হাজির হন বিডিও জয়ন্ত বিশ্বাসও। কিন্তু ব্লক অফিসে ঢুকেই চক্ষু চড়কগাছ সভাধিপতির। সূত্রের খবর, দেবুবাবু দেখেন বিডিও-র ঘরটি ছাড়া গোটা অফিসে যত্রতত্র পড়ে রয়েছে এঁটো খাবারের প্লেট, সিগারেটের পোড়া শেষাংশ। দেওয়ালের রং বদলে গিয়েছে পানের পিক আর গুটখার থুতুতে। ঝুল জমেছে দেওয়ালে। এমনকী, একাধিক ঘরের ঘুলঘুলিতে বাসা বেঁধেছে চড়াই-পায়রা-শালিক! তাদের পালক, বাসা থেকে ঝরে পড়া কাঠিকুটিও ছড়িয়ে রয়েছে অনেক জায়গায়। শৌচাগারের দশা কহতব্য নয়। সেখানে ঢুকেই নাকে রুমাল চাপা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় সভাধিপতিকে।

Advertisement

এর পরেই স্থানীয় কিছু বাসিন্দাদের নিয়ে ঝাঁটা হাতে সাফাই-অভিযানে নেমে পড়েন দেবুবাবু। বিডিও সাহায্য করতে চাইলে সভাধিপতিকে বলতে শোনা যায়, ‘‘আপনি সরুন। আমার ব্লকেই ব্লক অফিস নোংরা। যা করার, আমিই করছি। ব্লক অফিসেরই যদি এই হাল হয়, তা হলে মানুষ কী শিখবে?’’ প্রায় দু’ঘণ্টা ধরে সাফাই-অভিযান চলে।

সূত্রের খবর, ঘটনাস্থল থেকেই দেবুবাবু আবর্জনার ছবি তুলে অতিরিক্ত জেলাশাসক (‌জেলা পরিষদ) বাসব বন্দ্যোপাধ্যায়কে পাঠান। সভাধিপতি জানান, বর্ধমানকে ‘নির্মল জেলা’ হিসেবে গড়ে তোলার জন্য গত সাত মাস ধরে জেলাশাসক সৌমিত্র মোহন, জেলার মন্ত্রী স্বপন দেবনাথ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তারা গ্রামে-গ্রামে গিয়ে প্রচার করেছেন।

ঠিক হয়েছে, রাজ্য সরকারি প্রতিনিধি দলের রিপোর্ট জমা পড়ার আগে, ১৬ ফেব্রুয়ারি থেকে ব্লক অফিস, স্কুল, পঞ্চায়েত দফতর, অঙ্গনওয়াড়ি কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে সাফাই-অভিযান চলবে।

দেবুবাবু বলেন, ‘‘কালনা-২ ব্লক অফিসের এমন হাল কেন, বিডিও-র কাছে তার জবাব চাইতে বাসববাবুকে বলা হয়েছে।’’ বাসববাবু বলেন, ‘‘বিডিও-র সঙ্গে কথা বলেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’’ বিডিও-কে এ দিন বার বার ফোন করা হলেও তাঁর মোবাইল বেজে গিয়েছে। উত্তর মেলেনি এসএমএস, ‘হোয়াটসঅ্যাপ মেসেজ’-এর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন