বিবেকানন্দ কলেজের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে হয়ে গেল ইতিহাস বিষয়ক এক আলোচনাচক্র। বাংলা বিভাগ আয়োজিত এই আলোচনা সভায় বর্ধমানের ইতিহাস সংরক্ষণ, সরকারি সংরক্ষণশালায় রক্ষিত নথিগুলি প্রকাশ করার দাবি জানান বিশিষ্ট ইতিহাসবিদ নিশিথ দত্ত। ইতিহাসবিদ গিরিধারী সরকার, নীরদবরণ সরকারেরাও প্রাচীন বর্ধমানের ইতিহাস সংরক্ষণের দাবি জানান। সভাটি পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জ্যোতির্ময় গোস্বামী।