খেলার টুকরো খবর

তিন দিন ব্যাপী বর্ধমান স্কুল দাবা প্রতিযোগিতা শেষ হল রবিবার। চেস ক্লাব অফ বর্ধমান ও খোয়াইয়ের যৌথ উদ্যোগে, গ্লোবস চেস ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জিমনাসিয়াম হলে ওই প্রতিযোগিতা হয়। ২৭ পয়েন্ট পেয়ে দলগত ভাবে চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমান সিএমএস হাই স্কুল (বিসি রোড)। সাড়ে ২৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল। তৃতীয় হোলি চাইল্ড স্কুল পেয়েছে সাড়ে ২৪ পয়েন্ট।

Advertisement
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৪ ০২:২৬
Share:

শেষ হল দাবা প্রতিযোগিতা

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

তিন দিন ব্যাপী বর্ধমান স্কুল দাবা প্রতিযোগিতা শেষ হল রবিবার। চেস ক্লাব অফ বর্ধমান ও খোয়াইয়ের যৌথ উদ্যোগে, গ্লোবস চেস ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জিমনাসিয়াম হলে ওই প্রতিযোগিতা হয়। ২৭ পয়েন্ট পেয়ে দলগত ভাবে চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমান সিএমএস হাই স্কুল (বিসি রোড)। সাড়ে ২৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল। তৃতীয় হোলি চাইল্ড স্কুল পেয়েছে সাড়ে ২৪ পয়েন্ট। ব্যক্তিগত ভাবে চ্যাম্পিয়ান হয়েছে হোলি চাইল্ড স্কুলের নীলাঞ্জন দাস। সে পেয়েছে ৯ পয়েন্ট। ৮ পয়েন্ট পেয়ে রানার্স হয়েছে সিএমএসের রূপম মুখোপাধ্যায়। বয়সভিত্তিক তিন গ্রুপের প্রথম তিন জনকে পুরস্কার ও ১০ জনকে শংসাপত্র দেওয়া হয়েছে। আট স্কুলের ৮৩ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।

Advertisement

চ্যাম্পিয়ন ডিহিকা

নিজস্ব সংবাদদাতা • আসানোসোল

আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা্ আয়োজিত আদিবাসী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিহিকার জোড়পাড়া আদিবাসী। আসানোসোল স্টেডিয়ামে হওয়া খেলায় আদিবাসী পঞ্চগ্রাম সমিতিকে তারা ৩-০ গোলে হারিয়ে দেয়। খেলা পরিচালনা করেন সৌমিক রায়, দুলাল বাদ্যকর, মন্টু বাদ্যকর, শেখ নুরুন ইসলাম। আয়োজক সংস্থার সম্পাদক অমল সরকার বলেন, “এই বছর প্রতিযোগিতায় ২৬টি দল যোগ দেয়।

অআকখর হার

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগে, রবিবারের খেলায় অআকখ কালচারাল ক্লাব ৩-১ গোলে আমরা কজন বয়েজ ক্লাবকে পরাজিত করে। অআকখ মাঠে হওয়া ওই খেলায় জয়ী দলের হয়ে অমিতকুমার বাজি দু’টি এবং সুরজকুমার দাস একটি গোল করেন।

জয়ী রানিগঞ্জ সিসি

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

অশোক সংঘ আয়োজিত পশুপতি দাস ও শ্যামাপ্রসাদ দত্ত স্মৃতি ফুটবলের প্রথম খেলায় জয়ী হয় রানিগঞ্জ সিসি। রানিগঞ্জ স্পোটর্সকে তারা ১-০ গোলে হারিয়ে দেয়।

ব্যারেটের হার

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

রাজীব গাঁধি ও দেবাশিষ ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় জিতল চেলিডাঙার পলস ক্লাব। ব্যারেট ক্লাবকে তারা ৩-২ গোলে হারায়।

জয়ী পাণ্ডবেশ্বর

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

তৃণমূলের বক্তারনগর আঞ্চলিক কমিটির উদ্যোগে শ্রীধরচন্দ্র পাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় জিতল পাণ্ডবেশ্বর মহাল একাদশ। আসানোসোল এসসিকে তারা ৩-০ গোলে হারিয়ে দেয়।

অনূর্ধ্ব ১৪ ফুটবল

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

অনূর্ধ্ব ১৪ ফুটবল লিগে আইএন দিশারী সঙ্ঘ ও নবদিগন্ত স্পোর্টস অ্যাকাডেমির খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। শনিবারের খেলায় পারুলিয়া এজিসি ৩-০ গোলে হারায় সুভাষচন্দ্র বয়েজ ক্লাবকে।

উদয়ের হার

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

জিবিএফসি আয়োজিত অশোক ঘোষ ও চাঁপা কুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনালে বীরভানপুর বিধান স্পোর্টিং ১-০ গোলে শ্যামপুর উদয় সঙ্ঘের কাছে পরাজিত হয়। খেলা শুরুর ২ মিনিটের মধ্যেই একমাত্র গোলটি করেন ঝন্টু রায়।

মিতালির জয়

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

গোপালপুর জাতীয় সংঘ আয়োজিত নক আউট ফুটবল প্রতিযোগিতায়, রবিবারের খেলায় জিতল গোপালপুর মিতালি সঙ্ঘ। তারা ১-০ গোলে হারায় মানকরের সন্দ্বীপ অ্যাকাডেমিকে।

জয়ী আকাদেমি

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

সিহারশোল স্পোটর্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত পিএন মালিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জয়ী হয় ডানকুনি-হুগলি আকাদেমি। তারা বর্ধমান লোকো সেন্টারকে ১-০ গোলে হারিয়ে দেয়। রানিগঞ্জ রাজ মাঠে হওয়া খেলায় গোলটি করেন মহম্মদ হাসান।

জয়ী জামুড়িয়া

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

নিউআপার চেলিডাঙা অ্যথলেটিক ক্লাব আয়োজিত নেতাজী গোল্ড কাপ ফুটহলে, রবিবারের খেলায় জয়ী হয় জামুড়িয়া জনকল্যাণ সমিতি। শিবমন্দির মাঠে তারা দুর্গাপুর ইস্পাতকে ৬-৪ গোলে হারিয়ে দেয়। জয়ী দলের রামু সোরেণ সেরা কেলোয়াড় নির্বাচিত হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement