খণ্ডঘোষের ঘটনায় ধৃত আরও তিন

তিন তৃণমূল কর্মী খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হলেন স্থানীয় লোধনা গ্রামের শেখ সলমন, শেখ নদির এবং কৈসর গ্রামের এবাদুল মোল্লা। প্রত্যেকের নামই এফআইআরে ছিল। পুলিশের দাবি, ওই তিনজনকেই মঙ্গলবার গভীর রাতে লোধনা গ্রাম থেকে ধরা হয়। বুধবার তাঁদের বর্ধমান জেলা আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজত হয়। গত রবিবার খণ্ডঘোষের খণ্ডঘোষের ওঁয়ারি গ্রামের গোষ্ঠীদ্বন্দ্বে ওই তিন জন খুন হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০২:০৯
Share:

তিন তৃণমূল কর্মী খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হলেন স্থানীয় লোধনা গ্রামের শেখ সলমন, শেখ নদির এবং কৈসর গ্রামের এবাদুল মোল্লা। প্রত্যেকের নামই এফআইআরে ছিল। পুলিশের দাবি, ওই তিনজনকেই মঙ্গলবার গভীর রাতে লোধনা গ্রাম থেকে ধরা হয়। বুধবার তাঁদের বর্ধমান জেলা আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজত হয়। গত রবিবার খণ্ডঘোষের খণ্ডঘোষের ওঁয়ারি গ্রামের গোষ্ঠীদ্বন্দ্বে ওই তিন জন খুন হয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement