গাড়ি আগের অবস্থায় ফেরাতে নির্দেশ

চোরাই সামগ্রী বহনের অভিযোগে আট মাস আগে একটি গাড়ি আটক করেছিল পুলিশ। গ্রেফতার করা হয় এক জনকে। কিন্তু তার পরে মালিককে সেই গাড়ি ফেরত দেয়নি পুলিশ। গাড়ির মালিকের অভিযোগ, পুলিশের অবহেলায় পড়ে থেকে গাড়িটি চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছে। তাঁর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুর্গাপুর আদালত গাড়িটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে ১৬ জুন আদালতে হাজির করার নির্দেশ দিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১১ জুন ২০১৪ ০২:০৭
Share:

চোরাই সামগ্রী বহনের অভিযোগে আট মাস আগে একটি গাড়ি আটক করেছিল পুলিশ। গ্রেফতার করা হয় এক জনকে। কিন্তু তার পরে মালিককে সেই গাড়ি ফেরত দেয়নি পুলিশ। গাড়ির মালিকের অভিযোগ, পুলিশের অবহেলায় পড়ে থেকে গাড়িটি চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছে। তাঁর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুর্গাপুর আদালত গাড়িটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে ১৬ জুন আদালতে হাজির করার নির্দেশ দিলেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর অগস্টে ২ নম্বর জাতীয় সড়ক থেকে নিউটাউনশিপ থানার পুলিশ চোরাই সামগ্রী বহনের অভিযোগে গাড়িটি আটক করে। পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে যায়। দিন কয়েক পরে গাড়ির মালিক গোপাল মল্লিক থানায় গিয়ে গাড়িটি ফেরত চান। তিনি অভিযোগ করেন, নানা টালবাহানা করে পুলিশ গাড়িটি ফেরত দিতে অস্বীকার করে। গোপালবাবুর আইনজীবি সুশান্ত চট্টোপাধ্যায় বলেন, “প্রথম দিকে পুলিশ দাবি করে, গাড়িটির নম্বর প্লেট নেই। চেসিস নম্বর নেই। কাজেই গাড়িটি বৈধ নয়।” তিনি জানান, এর পরেই তাঁর মক্কেল আদালতের দ্বারস্থ হন।

সুশান্তবাবু জানান, বিচারক পুলিশকে গাড়িটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু পুলিশ তাতেও টালবাহানা করতে থাকে। শেষ পর্যন্ত গোপালবাবু যেখান থেকে গাড়িটি কিনেছিলেন সেই সংস্থার লোকজন গাড়িটি যে অবৈধ নয় এবং সেটি গোপালবাবুরই, তার প্রমাণ দিয়ে যান। পুলিশ তাতেও গাড়িটি ফেরত দিতে অস্বীকার করে বলে গোপালবাবুর অভিযোগ। শেষমেশ বিচারক পুলিশকে গাড়িটিকে মঙ্গলবার আদালতে নিয়ে আসার নির্দেশ দেন। গাড়িটিকে আদালতে আনে পুলিশ। মালিক গাড়ি পরীক্ষা করে আদালতকে জানান, যে অবস্থায় গাড়িটি পুলিশ আটক করেছিল এবং বর্তমান অবস্থাদুইয়ের মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে। গাড়ির ইঞ্জিন চালু হচ্ছে না। সাউন্ড সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে। এর পরেই বিচারক তদন্তকারী পুলিশ আধিকারিককে নির্দেশ দেন, গাড়িটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়ে ১৬ জুন আদালতে নিয়ে আসতে হবে। আইনজীবী সুশান্তবাবু বলেন, “যে অবস্থায় গাড়িটি আটক করা হয়েছিল, সেই অবস্থাতেই মালিকের হাতে তুলে দেওয়ার কথা পুলিশের। কিন্তু পুলিশ তা মানেনি।” নিউটাউনশিপ থানার এক আধিকারিক বলেন, “আদালতের নির্দেশ মেনে কাজ করা হবে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন