চাকরির নামে প্রতারণা, ধৃত

একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার রাতে ইস্পাতনগরীর এ-জোনের এসএন ব্যানার্জি রোড ও গলসি এলাকা থেকে ওই দু’জনকে ধরেছে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দীপেন চট্টোপাধ্যায় ও বাবলু মাজি। ধৃতদের সোমবার আদালতে তোলা হলে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৬ ০০:৫২
Share:

একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার রাতে ইস্পাতনগরীর এ-জোনের এসএন ব্যানার্জি রোড ও গলসি এলাকা থেকে ওই দু’জনকে ধরেছে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দীপেন চট্টোপাধ্যায় ও বাবলু মাজি। ধৃতদের সোমবার আদালতে তোলা হলে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাণ্ডবেশ্বরের হরিপুরের বাসিন্দা সৌরভ মণ্ডল জানান, বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির বাসিন্দা তাঁর এক আত্মীয়কে তেল সংস্থায় কাজ করে দেওয়ার কথা বলেন দীপেন চট্টোপাধ্যায় ও বাবলু মাজি। আর সেই কাজের জন্য ৫ লক্ষ টাকা দাবিও করেন তাঁরা, দাবি করেছেন সৌরভবাবু। সৌরভবাবু আরও জানান, ২০১৩ সালে সংস্থায় কাজের জন্য ‘মেডিক্যাল’ পরীক্ষার জন্য তাঁদের কাছ থেকে ৪০ হাজার টাকা নেন দীপেনবাবু। এমনকী, চাকরিপ্রার্থীকে হাওড়ায় নিয়ে গিয়ে একটি সরকারি গাড়িতে করে এক চিকিৎসকের ক্লিনিকে শারীরিক পরীক্ষাও করা হয়। সেখানে যাওয়ার আগে চাকরিপ্রার্থীকে ওই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার নাম লেখা কাগজও দেওয়া হয়। সৌরভবাবু আরও জানান, পরে হলদিয়ায় চাকরি করে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে আরও ৪ লক্ষ ৬০ টাকা নেন দীপেনবাবু। এমনকী, দুর্গাপুর থেকে সৌরভবাবু-সহ তাঁর আত্মীয়দের হলদিয়া যেতেও বলে দীপেনবাবু, বাবলুবাবুরা। হলদিয়ায় দু’দিন থাকার পরে সৌরভবাবুদের বলা হয়, তাঁর আত্মীয়ের চাকরি হয়ে গিয়েছে। পরে নিয়োগপত্র দেওয়া হবে। কিন্তু মাস ছয়েক পেরিয়ে যাওয়ার পরেও নিয়োগপত্র না পাওয়ায় নানা আশঙ্কা হয় সৌরভবাবুদের। সৌরভবাবু বলেন, ‘‘এর পরে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’’ সেইমতো তাঁরা টাকা ফেরত চান দীপেনবাবুর কাছে। কিন্তু বারবার তারিখ দিলেও সেই টাকা আর ফেরত দেননি দীপেনবাবু। অবশেষে দুর্গাপুর আদালতে দীপেন চট্টোপাধ্যায়, বাবলু মাজির নামে প্রতারণার মামলা করেন সৌরভবাবু। সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে এই চক্রে আর কে বা কারা জড়িত আছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন