ছাত্রকে ছুরি, আতঙ্ক এলাকায়

স্কুলের বাইরে দিনেদুপুরে ছুরি মারা হল সপ্তম শ্রেণির এক ছাত্রকে। বৃহস্পতিবার কালনা ২ ব্লকের পূর্ব সাতগাছিয়ায় ওই ঘটনা ঘটে। আহত ছাত্রের অভিযোগ, মুখে কাপড় বাঁধা অবস্থায় দু’জন আচমকা তাকে মারধর করে। পরে তলপেটে ছুরি দিয়ে আঘাত করে। তবে হামলার কারণ জানাতে পারেনি সে। বিষয়টি নিয়ে ধোঁয়াশায় রয়েছে ওই ছাত্রের পরিবারও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৪ ০১:০৭
Share:

পূর্ব সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ে স্থানীয় বাসিন্দাদের ভিড়। —নিজস্ব চিত্র।

স্কুলের বাইরে দিনেদুপুরে ছুরি মারা হল সপ্তম শ্রেণির এক ছাত্রকে। বৃহস্পতিবার কালনা ২ ব্লকের পূর্ব সাতগাছিয়ায় ওই ঘটনা ঘটে। আহত ছাত্রের অভিযোগ, মুখে কাপড় বাঁধা অবস্থায় দু’জন আচমকা তাকে মারধর করে। পরে তলপেটে ছুরি দিয়ে আঘাত করে। তবে হামলার কারণ জানাতে পারেনি সে। বিষয়টি নিয়ে ধোঁয়াশায় রয়েছে ওই ছাত্রের পরিবারও।

Advertisement

ঘটনার জেরে পূর্বসাতগাছিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে বেশ কিছুক্ষণ বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। অভিভাবকেরা ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ছাত্র, শোভন সরকারকে প্রথমে কালনা মহকুমা হাসপাতাল, পরে বর্ধমান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শতপটি মালোপাড়ার বাসিন্দা শোভনের মাথায় আঘাত লেগেছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, এ দিন বিজ্ঞানের ক্লাস চলাকালীন কয়েকজন ছাত্র অভিযোগ করে যে শোভন আইপডে হেডফোন লাগিয়ে গান শুনছে। অভিযোগ শুনে আইপডটি কেড়ে নেন ওই শিক্ষিকা। ক্লাসের শেষে সেটি প্রধান শিক্ষকের কাছে জমা করে দেন তিনি। পরে প্রধান শিক্ষকের কাছে গিয়ে আইপডটি ফিরিয়ে দেওয়ার জন্য বারবার আবেদন জানাতে থাকে শোভন। তাকে সেটি ফিরিয়েও দেন প্রধান শিক্ষক। পরে দুপুর একটা নাগাদ শোভন প্রধান শিক্ষককে জানায় তার শরীর খারাপ লাগছে। তাকে ছুটি দেওয়া হোক। সেই মতো খাতায় সই করিয়ে ছুটি দিয়ে দেওয়া হয় তাকে। অভিযোগ, স্কুল থেকে বেরিয়ে কিছুটা যাওয়ার পরেই স্থানীয় একটি ক্লাবের সামনে ছুরি মারা হয় তাকে। ওই অবস্থায় ছাত্রটিকে পড়ে থাকতে দেখে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, শোভন তাঁদের জানায় দু’জন লোক কাপড়ে মুখ ঢেকে প্রথমে তাকে মারধর করে। পরে তলপেটে ছুরি দিয়ে আঘাত করে পালায়। কালনা হাসপাতালে আহত ছাত্র ও তার পরিবারের সঙ্গে কথা বলেন কালনা থানার ওসি দীপঙ্কর সরকার। পুলিশের দাবি, ছাত্রটি জানিয়েছে স্কুলের কিছুটা দূরেই দু’জন তাকে ছুরি মারে। শোভনের বাড়ির লোকজন জানিয়েছেন, শোভন অসুস্থ। তাই কিছুদিন আগে তাকে আইপডটি কিনে দেওয়া হয়েছিল। তবে ঘটনার পরে আইপডটি খোওয়া গিয়েছে বলে পুলিশকে কিছু জানান নি তাঁরা। শোভনের ব্যাগ ও সাইকেলও ঘটনাস্থলেই পড়ে ছিল।

Advertisement

এ দিকে সপ্তম শ্রেণির ওই ছাত্রের ছুরিকাহত হওয়ার খবর চাউর হতেই কাছাকাছি পূর্ব সাতগাছিয়া, বন্দেবাজ, মালপাড়া, শতপটী, মাঝেরপাড়া, রাজবংশী পাড়া এবং মেদগাছি এলাকার কয়েকশো লোক ও তৃণমূলের স্থানীয় নেতারা স্কুলে ভিড় জমান। স্থানীয় তৃণমূল নেতা বিশ্বম্ভর বিশ্বাস, রমেশ সরকারদের দাবি, স্কুলের ভিতরে তদন্ত করলেই পুলিশ দোষিদের সন্ধান পাবে। কয়েকজন আবার অভিযোগ করেন, ওই স্কুলের এক শিক্ষকের পুত্র ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে। বিষয়টি নিয়ে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত প্রধান শিক্ষকের ঘরে বৈঠক করেন পূর্বসাতগাছিয়া পঞ্চায়েতের বর্তমান ও প্রাক্তন প্রধান। তাঁদের সঙ্গে হাজির ছিলেন কয়েকজন অভিভাবকও। বৈঠক শেষে স্কুলের প্রধান শিক্ষক নীহাররঞ্জন সাহা বলেন, “স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে আতঙ্কিত। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়ে ঘটনাটির তদন্তের দাবি করা হবে।” প্রধান শিক্ষকের দাবি, শোভন মৃগী রোগে আক্রান্ত। স্কুল চত্বরে ওকে চোখে চোখে রাখা হত। ফলে স্কুলের কারও জড়িত থাকার সম্ভাবনা কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন