দেড় দশক হাত পড়েনি রাস্তা সংস্কারে, ক্ষোভ

পুরো রাস্তা জুড়ে খানাখন্দ। দীর্ঘদিন রাস্তা সারাই না হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার দরবার করা সত্ত্বেও কোনও লাভ হয়নি। পানাগড় থেকে অনুরাগপুর, চাকতেঁতুল হয়ে রণডিহা যাওয়ার রাস্তাটির অবস্থা এমনই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বুদবুদ শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৪ ০০:৪২
Share:

এটাই রাস্তা।— নিজস্ব চিত্র।

পুরো রাস্তা জুড়ে খানাখন্দ। দীর্ঘদিন রাস্তা সারাই না হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার দরবার করা সত্ত্বেও কোনও লাভ হয়নি। পানাগড় থেকে অনুরাগপুর, চাকতেঁতুল হয়ে রণডিহা যাওয়ার রাস্তাটির অবস্থা এমনই।

Advertisement

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি তৈরি হয়েছিল রেল, সেনা ও সেচ দফতরের জমিতে। যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা। বনগ্রাম, গোপমহল, পান্ডুদহর-সহ প্রায় ৩৫টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সময় বাঁচিয়ে রণডিহাতে বেড়াতে যাওয়ার জন্যও অন্যতম ভরসা এই রাস্তাটিই। কিন্তু দীর্ঘ ১৫ বছর ধরে এই রাস্তার কোনও সংস্কার হয়নি। ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। বর্ষায় অবস্থা আরও শোচনীয়। বনগ্রাম প্রাথমিক স্কুলের শিক্ষক সত্যজিত্‌ ভট্টাচার্য প্রতিদিন পানাগড় থেকে এই রাস্তা দিয়ে স্কুলে যান। তিনি জানান, “এই রাস্তা দিয়ে সাইকেল চালাতেও ভয় করে।”

রাস্তার এই হাল হওয়ায় কসবা স্কুলের শিক্ষক নিউটন বড়ুয়া, স্বপন দে-র মতো অনেককেই ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু অন্য রাস্তাটির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার হওয়ায় গন্তব্যে পৌঁছতে সময় বেশি লাগছে। ব্যস্ত সময়ে গাড়ি খারাপ হওয়াও দস্তুর হয়ে দাঁড়িয়েছে। রণডিহার বাসিন্দা অরূপ জানা বলেন, “রাস্তার এই হাল হওয়ায় বাইকের চাকা গর্তে পড়ে বাইকের যন্ত্রাংশ খারাপের ঘটনা আকছার ঘটছে।”

Advertisement

সংস্কারের দাবিতে সরব হয়েছে বিজেপি-ও। বিজেপির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নরেশ কোনার বলেন, “সেচ দফতরের কাছে রাস্তাটি সংস্কারের আর্জি জানিয়েছি। যদি সংস্কার না হয়, তাহলে আন্দোলনে নামব।” বিজেপি-র অভিযোগ, ১৯৯৮ সালের পর রাস্তাটি আর সংস্কার করা হয়নি। প্রসঙ্গত রাস্তাটি সংস্কারের দায়িত্ব যৌথ ভাবে সেচ দফতর ও সেনাবাহিনীর। সেচ দফতরের দামোদর ক্যানাল মহকুমাশাসক-২ জয়দেব মুখোপাধ্যায়ের বক্তব্য, “রাস্তাটির সাপ্লাই মোড় থেকে রণডিহা পর্যন্ত অংশটি সংস্কারের দায়িত্ব সেচ দফতরের। ইতিমধ্যেই টেন্ডার ডেকে প্রথমিক কাজ শুরু হয়ে গিয়েছে।” কিন্তু রাস্তাটির পানাগড় থেকে সাপ্লাই মোড় পর্যন্ত অংশ সংস্কারের দায়িত্ব সেনাবাহিনীর। সেনাবাহিনীর তরফে সংস্কারের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ফলে রাস্তার সংস্কার কবে হবে, তা নিয়ে সন্দিহান এলাকাবাসী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন