নিজেই টাকা হাতিয়ে চুরির অভিযোগ, ধৃত

নিজেই সমবায়ের টাকা চুরি করে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হল না। রবিবার নিজের বাড়ি থেকেই সনৎ ঘোষ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে স্থানীয় ইন্দ্রপুর গ্রামের একটি দুগ্ধ সমবায়ের সম্পাদক অরবিন্দ ঘোষ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, একদল দুষ্কৃতী সমবায়ের এক কর্মীর কাছ থেকে সংস্থার বেশ কিছু টাকা এবং ওই কর্মীর মোবাইলটি নিয়ে নিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মন্তেশ্বর শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৪ ০১:১০
Share:

নিজেই সমবায়ের টাকা চুরি করে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হল না। রবিবার নিজের বাড়ি থেকেই সনৎ ঘোষ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে স্থানীয় ইন্দ্রপুর গ্রামের একটি দুগ্ধ সমবায়ের সম্পাদক অরবিন্দ ঘোষ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, একদল দুষ্কৃতী সমবায়ের এক কর্মীর কাছ থেকে সংস্থার বেশ কিছু টাকা এবং ওই কর্মীর মোবাইলটি নিয়ে নিয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা যায়, মন্তেশ্বরের আসানপুর গ্রামের বাসিন্দা সনৎ ঘোষ ওই দুগ্ধ সমবায়ের কর্মী। ১৭ জানুয়ারি সমবায়ের ৭০ হাজার টাকা নিয়ে ভাতারের মুরারিপুরে এক ব্যক্তিকে দিতে যান তিনি। কিন্তু কয়েক ঘণ্টা পরেই মোটরবাইক নিয়ে তিনি সমবায়ে ফেরত আসেন। সনৎ ঘোষের দাবি, রাস্তায় তাকে আটকে জোর করে ওই টাকা ছিনিয়ে নেয় এক দল দুষ্কৃতী। খোওয়া যায় মোবাইলটিও। তদন্তে নেমে ফোনের টাওয়ার ধরে অনুসন্ধান চালিয়ে আসানপুর গ্রামের একজনের কাছ থেকেই ওই মোবাইলটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, ওই ব্যক্তি সনৎ ঘোষের পরিচিত। তাকে জেরা করেই পুলিশ জানতে পারে সনৎ ঘোষ নিজেই ওই টাকা হাতিয়ে চুরির নাটক করেছিলেন। পরে রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দাবি জেরায় ঘটনায় কথা স্বীকারও করেছে সনৎ। মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, ওই সমবায় কর্মী ফিরে এসে যে বিবরণ দিয়েছিলেন তাতে নানা অসঙ্গতি ছিল। ফলে শুরু থেকেই আমাদের সন্দেহ হয়। তদন্তে নেমে স্পষ্ট হয়ে যায় বিষয়টি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন