নেপাল গেল ইস্পাত

আধুনিকীকরণ প্রকল্পে উৎপাদন শুরুর পরে বৃহস্পতিবারই প্রথম ইস্পাত রফতানি করল বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্ট। প্রায় ২৭০০ টন ইস্পাত রফতানি করা হয়েছে বলে সংস্থা সূত্রে জানানো হয়। সংস্থার পশ্চিম ইয়ার্ড থেকে ৪৫টি ওয়াগনে ইস্পাত নেপালের উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়।

Advertisement
আসানসোল শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০৪:৪৫
Share:

আধুনিকীকরণ প্রকল্পে উৎপাদন শুরুর পরে বৃহস্পতিবারই প্রথম ইস্পাত রফতানি করল বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্ট। প্রায় ২৭০০ টন ইস্পাত রফতানি করা হয়েছে বলে সংস্থা সূত্রে জানানো হয়। সংস্থার পশ্চিম ইয়ার্ড থেকে ৪৫টি ওয়াগনে ইস্পাত নেপালের উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়। অগস্টের দ্বিতীয় সপ্তাহে আরও ইস্পাত নেপালে রফতানি করা হবে। ভূকম্প বিধ্বস্ত নেপালের পুনর্গঠনের কাজের জন্যই এই ইস্পাত সেখানে যাচ্ছে বলে সংস্থা সূত্রে জানা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন