পাইপ ফেটে দু’দিন বিঘ্ন জল সরবরাহে

পাইপ ফেটে যাওয়ায় মিলছে না জল। দুর্গাপুরের ইস্পাতগরীতে এই পরিস্থিতি তৈরি হয়েছে সোমবার থেকে। ফলে, রীতিমতো বিপাকে পড়েছেন বাসিন্দারা। মঙ্গলবারও দিনভর জল মেলেনি। তবে রাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে এ দিন আশা প্রকাশ করেছেন ডিএসপি কর্তৃপক্ষ। নিজস্ব টাউনশিপ ইস্পাতনগরীতে বিদ্যুতের মতো পানীয় জল সরবরাহের দায়িত্বও ডিএসপি-র। সংস্থা সূত্রে জানা গিয়েছে, দামোদর থেকে জল তুলে তা পরিশোধন করে বাড়ি-বাড়ি সরবরাহ করা হয়। রবিবার ভোরে পরিশোধন কেন্দ্র থেকে ইস্পাতনগরীতে জল যাওয়ার প্রধান পাইপটি গাঁধী মোড়ের কাছে ফেটে যায়। ফলে, জল সরবরাহে বিঘ্ন ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৪ ০০:৪২
Share:

চলছে পাইপ সারাই। দুর্গাপুরের গাঁধী মোড়ে তোলা নিজস্ব চিত্র।

পাইপ ফেটে যাওয়ায় মিলছে না জল। দুর্গাপুরের ইস্পাতগরীতে এই পরিস্থিতি তৈরি হয়েছে সোমবার থেকে। ফলে, রীতিমতো বিপাকে পড়েছেন বাসিন্দারা। মঙ্গলবারও দিনভর জল মেলেনি। তবে রাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে এ দিন আশা প্রকাশ করেছেন ডিএসপি কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব টাউনশিপ ইস্পাতনগরীতে বিদ্যুতের মতো পানীয় জল সরবরাহের দায়িত্বও ডিএসপি-র। সংস্থা সূত্রে জানা গিয়েছে, দামোদর থেকে জল তুলে তা পরিশোধন করে বাড়ি-বাড়ি সরবরাহ করা হয়। রবিবার ভোরে পরিশোধন কেন্দ্র থেকে ইস্পাতনগরীতে জল যাওয়ার প্রধান পাইপটি গাঁধী মোড়ের কাছে ফেটে যায়। ফলে, জল সরবরাহে বিঘ্ন ঘটে। সংশ্লিষ্ট দফতরের কর্মীরা পাইপ মেরামতি শুরু করেন। সোমবার সন্ধ্যা নাগাদ কাজ প্রায় শেষও হয়ে আসে। কিন্তু তখনই আবার নতুন করে পাইপ ফেটে যায়। ফলে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইস্পাতনগরীতে জল সরবরাহ ব্যাহত হয়।

এ-জোনের পরাশর রোডের বাসিন্দা মোহন সিংহ জানান, মাঝে-মাঝে নানা কারণে এক বেলা জল আসে না। আগাম ঘোষণা করে সে কথা জানিয়েও দেওয়া হয়। তিনি বলেন, “সোমবার সকালে জল না আসায় ভেবেছিলাম তেমনই কিছু হয়ে থাকবে। কিন্তু বিকেলেও জল না আসায় চাপে পড়ে যাই। বাধ্য হয়ে রাতেই সপরিবারে ইস্পাতনগরীর বাইরে সিটি সেন্টারের নন-কোম্পানি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে চলে যাই।” এ-জোনের অশোক অ্যাভিনিউয়ের বাসিন্দা প্রতাপ সরকার জানান, সোমবার সন্ধ্যায় এক বার ডিএসপি-র জলের ট্যাঙ্ক এসেছিল। তখন কিছুটা জল নিয়ে রেখেছিলেন। পানীয় জল হিসেবে তা ব্যবহার করছেন। কিন্তু জলের অভাবে দৈনন্দিন কাজকর্ম, রান্নাবান্নায় সমস্যা হচ্ছে। বি-জোনের রাজেন্দ্র প্রসাদ রোডের বাসিন্দারা জানান, তাঁদের অনেকে পাশের সেপকো টাউনশিপ থেকে পানীয় জল সংগ্রহ করেছেন। সেপকো টাউনশিপে জল সরবরাহের দায়িত্বে রয়েছে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)।

Advertisement

ডিএসপি কর্তৃপক্ষ জানান, যুদ্ধকালীন তৎপরতায় পাইপ সারাইয়ের কাজ চলছে। তার সঙ্গে ট্যাঙ্কে করে জায়গায় জায়গায় পানীয় জল পাঠানো হচ্ছে। সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক বিভুরঞ্জন কানুনগো মঙ্গলবার দুপুরে বলেন, “পাইপ মেরামতির কাজ চলছে দ্রুত গতিতে। আশা করছি, রাতের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।” ইস্পাতনগরী এলাকা জুড়ে রয়েছে পুরসভার ১০টি ওয়ার্ড। সেখানে পানীয় জল সরবরাহের দায়িত্বে ডিএসপি থাকলেও এমন পরিস্থিতিতে পুরসভাও দায় এড়াতে পারে না বলে দাবি বাসিন্দাদের। পুরসভার মেয়র পারিষদ (পানীয় জল সরবরাহ) প্রমোদ সরকার জানান, গাঁধী মোড়, সিটি সেন্টারের পিয়ালা পাম্পিং স্টেশন এবং কমলপুরপুরসভার এই তিনটি জলাধার থেকে সারা দিন যাতে ডিএসপি-র ট্যাঙ্কার পানীয় জল নিতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পুরসভার ৬টি ট্যাঙ্কার রোজ কাজ সেরে ইস্পাতনগরীতে জল সরবরাহের কাজে নেমে পড়ছে বলে জানান প্রমোদবাবু। তিনি বলেন, “এই পরিস্থিতিতে সাধ্য মতো ইস্পাতনগরীর বাসিন্দাদের পাশে থাকছে পুরসভা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন