পথ দুর্ঘটনায় আহত ১৫

পথ দুর্ঘটনায় আহত হলেন দুই শিশু-সহ ১৫ জন বাসযাত্রী। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে বি জোন রুটের একটি বাস দুর্গাপুর ইস্পাত কারখানার রাস্তা ধরে প্রান্তিকা থেকে শহরে আসছিল। আচমকা জেএম সেনগুপ্ত রোডের কাছে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি নালায় ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দার জানান, নালার পাশে একটি গাছেও ধাক্কা মারে বাসটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০০:৩৯
Share:

পথ দুর্ঘটনায় আহত হলেন দুই শিশু-সহ ১৫ জন বাসযাত্রী। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে বি জোন রুটের একটি বাস দুর্গাপুর ইস্পাত কারখানার রাস্তা ধরে প্রান্তিকা থেকে শহরে আসছিল। আচমকা জেএম সেনগুপ্ত রোডের কাছে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি নালায় ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দার জানান, নালার পাশে একটি গাছেও ধাক্কা মারে বাসটি। আহত যাত্রীদের দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে দু’জন শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাসটিকে আটক করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement