ফি বাড়ানোর প্রতিবাদে তালা দিয়ে বিক্ষোভ কলেজে

ভর্তির ফি বাড়ানো হয়েছে এই অভিযোগে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বর্ধমানের কৃষ্ণসায়রের একটি বেসরকারি আর্ট কলেজে। এ দিন এই বিক্ষোভের জেরে প্রথম সেমেষ্টারের ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কলেজেরও কোনও কাজ হয়নি। কলেজ কর্তৃপক্ষ আপাতত ফি বাবদ অতিরিক্ত অর্থ না দেওয়ার আশ্বাস দিলেও ছাত্রছাত্রীরা লিখিতভাবে এই ঘোষণা করার দাবি জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৪ ০১:৪৫
Share:

তখন চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

ভর্তির ফি বাড়ানো হয়েছে এই অভিযোগে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বর্ধমানের কৃষ্ণসায়রের একটি বেসরকারি আর্ট কলেজে। এ দিন এই বিক্ষোভের জেরে প্রথম সেমেষ্টারের ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কলেজেরও কোনও কাজ হয়নি। কলেজ কর্তৃপক্ষ আপাতত ফি বাবদ অতিরিক্ত অর্থ না দেওয়ার আশ্বাস দিলেও ছাত্রছাত্রীরা লিখিতভাবে এই ঘোষণা করার দাবি জানিয়েছেন।

Advertisement

কলেজ প্রশাসন ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এ দিন সকাল ন’টা থেকে বেলা দু’টো পর্যন্ত এই বিক্ষোভ চলে। এর ফলে কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী কলেজে ঢুকতে পারেননি। দুপুর দু’টোর পরে পরিচালন সমিতির সম্পাদক মৃদুল সেন ও অধ্যক্ষ আবেশবিভোর মিত্র কলেজে আসেন। তাঁরা অতিরিক্ত ফি-এর বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিলে ছাত্রেরা তাঁদের কলেজে ঢুকতে দেন। এর পরে বৈঠকে বসে পরিচালন সমিতি।

ছাত্রছাত্রীদের দাবি, কলেজে শিল্পকলা সংক্রান্ত পাঠ্যক্রম যখন প্রথম শুরু হয় তখন পাঠ্যক্রমের চার বছরে মোট ৭৪ হাজার টাকা দিতে হত। ভর্তি হওয়ার সময়ে দিতে হত ২০ হাজার টাকা। পরের তিন বছরে দিতে হত ১৮ হাজার করে। এ ছাড়াও সারচার্জ বাবদ আরও সাতশো টাকা করে নেওয়া শুরু হয়। পরে এই ফি অনেকটাই বাড়ানো হয়েছিল। কলেজের ছাত্র কৃষ্ণেন্দু রায়ের দাবি, ২০১২-১৩ সালে ৭৪ হাজার টাকার প্যাকেজ বাড়িয়ে ১ লক্ষ ৫ হাজার টাকা করা হয়। বর্ধিত প্যাকেজে ভর্তির সময়ে দিতে হত ২৩ হাজার টাকা। পরের তিন বছরে ২৭৩৩৩ টাকা করে দিতে হত। কিন্তু এরপরেও কলেজ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ১৪ জুলাই কলেজ কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পাঠ্যক্রমের মোট প্যাকেজমূল্যের শতকরা ১৫ ভাগ অতিরিক্ত টাকা সারচার্জ হিসেবে দিতে হবে। এই বর্ধিত ফি ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের সঙ্গে পুরনো ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়। চতুর্থ বর্ষের স্থাপত্য কলা বিভাগের ছাত্র তন্ময় সরকারের অভিযোগ, “আচমকাই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।”

Advertisement

পরিচালন সমিতির সম্পাদক মৃদুল সেন বলেন, “ভাল করে পড়ানোর জন্য আমাদের কিছু সরঞ্জাম দরকার। এ ছাড়া কলেজ ভবনের সংস্কারও দরকার। তাই আমরা ওই সারচার্জ নেওয়ার প্রস্তাব দিয়েছি। কিন্তু এই বিষয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত ওই অতিরিক্ত সারচার্জ নেওয়া হবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন