বন্যায় ক্ষতিগ্রস্ত সব্জি চাষিদের মধ্যে দু’ধরণের বীজ বিলি করার সিদ্ধান্ত নিয়েছে জেলা উদ্যানপালন দফতর। ইতিমধ্যে ১৫ হাজার প্যাকেট পালং শাক এবং কাটোয়া ডাঁটার বীজও চলে এসেছে জেলায়। দফতর সূত্রে জানা গিয়েছে, পালং শাকের এক একটি প্যাকেটে রয়েছে ২৫০ গ্রাম বীজ এবং দেড়শো গ্রাম ওজন ডাঁটার প্যাকেটটির। কালনা মহকুমা উদ্যান পালন দফতরের আধিকারিক পলাশ সাঁতরা জানান, রবি মরসুমের কথা মাথায় রেখে ক্ষতিগ্রস্ত চাষিদের বীজ দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই বীজ বিলির কাজ শুরু হবে।