বাসস্ট্যান্ড উন্নয়নের তহবিল তছরুপ, গ্রেফতার অভিযুক্ত

আসানসোল সিটি বাসস্ট্যান্ডের উন্নয়ন কমিটির তহবিল তছরুপের অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অসীম মিত্র। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন বাসস্ট্যান্ড উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা আসানসোলের সদ্য প্রাক্তন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পুলিশ ধৃতকে আসানসোল আদালতে তুললে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৪ ০১:৪৮
Share:

আসানসোল সিটি বাসস্ট্যান্ডের উন্নয়ন কমিটির তহবিল তছরুপের অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অসীম মিত্র। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন বাসস্ট্যান্ড উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা আসানসোলের সদ্য প্রাক্তন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পুলিশ ধৃতকে আসানসোল আদালতে তুললে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

আসানসোল সিটি বাসস্ট্যান্ডের তহবিল তছরুপের অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে মে মাসে। এই অভিযোগের তদন্ত দাবি করেন আইএনটিটিইউসি অনুমোদিত মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক রাজু অহলুওয়ালিয়া। পদাধিকার বলে সিটি বাসস্ট্যান্ড উন্নয়ন কমিটির চেয়ারম্যান হন আসানসোলের মেয়র। এই অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করেন মেয়র তাপসবাবু। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকা তছরুপ হয়েছে বলে তথ্য মেলে। তছরুপে জড়িত থাকার অভিযোগ ওঠে অসীম মিত্রের বিরুদ্ধে। কারণ, বাসস্ট্যান্ড উন্নয়ন কমিটির তরফে তাঁকেই তহবিল সংগ্রহ ও সংগৃহীত টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল। ২০০৯ থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত তিনিই এই কাজ করেছিলেন। এর পরেই তাপসবাবু অভিযুক্ত অসীমবাবুকে একটি নোটিস পাঠান। তাতে তাঁকে নির্দেশ দেওয়া হয়, এক মাসের মধ্যে উপযুক্ত হিসেব-সহ টাকা ফেরত দিতে হবে। তাপসবাবু বলেন, “অভিযুক্তের কাছ থেকে জবাব না পেয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি।” আসানসোল দক্ষিণ থানা সূত্রে জানা গিয়েছে, এর পরেই অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার এই খবর জানার পরেই স্বস্তি প্রকাশ করেছেন তছরুপের অভিযোগকারীরা। তবে এই ঘটনার পিছনে আরও অনেকে জড়িত বলে তাঁদের দাবি। তদন্ত করে তাঁদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আইএনটিটিইউসি পরিবহণ কর্মী সংগঠনের নেতা রাজুবাবু অভিযোগ করেন, আরও অনেকে জড়িত আছে এই ঘটনার সঙ্গে। এ বার নিরপেক্ষ তদন্ত করে তাঁদের ধরা হোক। তদন্ত জারি রেখে আরও যাঁরা জড়িত তাঁদের ধরার দাবি তুলেছেন আইএনটিইউসি নেতা সঞ্জয় সেনগুপ্তও। সিটু নেতা হেমন্ত সরকারের দাবি, ভবিষ্যতে তহবিল সংগ্রহের জন্য লোক নিয়োগের আগে ভাবনা-চিন্তা করে পদক্ষেপ করা উচিত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন