আসানসোল সিটি বাসস্ট্যান্ড

যাত্রীকে হেনস্থার অভিযোগে ভাঙচুর-বিক্ষোভ

এক মহিলা যাত্রীকে হেনস্থা ও তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) কাউন্টার ও বাসে ভাঙচুর হল আসানসোলে। সোমবার সকালে ওই মহিলার আত্মীয়-পরিজনেরা শহরের সিটি বাসস্ট্যান্ডে কিছুক্ষণ বিক্ষোভও দেখান। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়ে বিক্ষোভ তোলে। হেনস্থায় অভিযুক্ত কন্ডাক্টরকে সাসপেন্ড করা হয়েছে বলে এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৪ ০২:২৮
Share:

তখন চলছে গোলমাল। সোমবার তোলা নিজস্ব চিত্র।

এক মহিলা যাত্রীকে হেনস্থা ও তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) কাউন্টার ও বাসে ভাঙচুর হল আসানসোলে। সোমবার সকালে ওই মহিলার আত্মীয়-পরিজনেরা শহরের সিটি বাসস্ট্যান্ডে কিছুক্ষণ বিক্ষোভও দেখান। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়ে বিক্ষোভ তোলে। হেনস্থায় অভিযুক্ত কন্ডাক্টরকে সাসপেন্ড করা হয়েছে বলে এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে।

Advertisement

ওই মহিলা যাত্রীর অভিযোগ, রবিবার স্বামীর সঙ্গে কলকাতায় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আসানসোলে এসবিএসটিসি-র বাসে ওঠেন। তখন এক কন্ডাক্টর ব্যাগপত্র পরীক্ষার নাম করে দুর্ব্যবহার করেন। প্রতিবাদ করলে হেনস্থা করা হয়। এখানেই শেষ নয়। তাঁর আরও অভিযোগ, বাসটি কলকাতা পৌঁছনোর পরেও এক প্রস্থ হেনস্থা করেন ওই কন্ডাক্টর। গোটা ঘটনা ফোনে আসানসোলে বাপেরবাড়ির লোকজনকে জানান তিনি। এর পরেই এ দিন তাঁর আত্মীয় সঈদ পারভেজ আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। বাসস্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ-ভাঙচুর করে কিছু লোকজন।

এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, যে বাসে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেটি কলকাতার বেলঘরিয়া ডিপোর। বাসে সে দিন যে কন্ডাক্টর ছিলেন, তিনিও বেলঘরিয়া ডিপোর কর্মী। রবিবার দুপুর পৌনে ১২টা নাগাদ আসানসোল বাসটি কলকাতার উদ্দেশে রওনা হয়। এসবিএসটিসি-র বেলঘরিয়া ডিপোর ডিভিশনাল ম্যানেজার পল্লব ঘোষাল বলেন, “ওই যাত্রী আমাদের কাছে কোনও অভিযোগ জানাননি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে আমাদের কাছে নির্দেশ আসার পরেই ওই বাস কন্ডাক্টরকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্তও চলছে।”

Advertisement

এ দিন বাসস্ট্যান্ডে বিক্ষোভ চলাকালীন অন্য বেশ কিছু যাত্রীও এসবিএসটিসি-র কর্মীদের একাংশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ, এই বাসস্ট্যান্ডে এসবিএসটিসি-র কাউন্টারে টিকিট কাটার পরে অনেক সময়েই খুচরো না থাকার অজুহাত দেখিয়ে যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয় না। প্রতিবাদ করলে নানা ভাবে হেনস্থা করা হয়। বাসের সময়সূচি জানতে চাইলেও কর্মীরা বিরক্তি প্রকাশ করেন। যাত্রীদের সঙ্গে বড় ব্যাগ থাকলে তার জন্য ভাড়া নেওয়া হয়, কিন্তু কোনও টিকিট দেওয়া হয় না বলে অভিযোগ যাত্রীদের।

এসবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর নবকুমার বর্মণ বলেন, “আসানসোলে মাঝে-মাঝে যাত্রী বিক্ষোভ হচ্ছে। আমি এখন বাইরে আছি। বিশেষ কিছু জানি না। ফিরে খোঁজ নেব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন