রিকশা চালকদের হামলায় দিনভর বন্ধ রইল টোটো

রিকশা চালকদের হামলার অভিযোগে বৃহস্পতিবার কাটোয়া থানা ঘিরে বিক্ষোভ দেখালেন টোটো চালকেরা। প্রতিবাদে দিনভর শহরে টোটো চলাচলও বন্ধ রাখা হয়। অভিযোগ, এ দিন ভোরে গৌতম দাস টোটো নিয়ে স্টেশনে গেলে আচমকা কয়েকজন রিকশা চালক তাঁর উপর চড়াও হন। টোটো-তে ভাঙচুরও চালানো হয়। মাধবীতলার কাছে বাপি শেখ নামে একজনের টোটো-তে রিক্সায় ধাক্কা মারলে ওই চালক প্রতিবাদ করেন। অভিযোগ, বাপিকেও মারধর করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০১:০২
Share:

রিকশা চালকদের হামলার অভিযোগে বৃহস্পতিবার কাটোয়া থানা ঘিরে বিক্ষোভ দেখালেন টোটো চালকেরা। প্রতিবাদে দিনভর শহরে টোটো চলাচলও বন্ধ রাখা হয়।

Advertisement

অভিযোগ, এ দিন ভোরে গৌতম দাস টোটো নিয়ে স্টেশনে গেলে আচমকা কয়েকজন রিকশা চালক তাঁর উপর চড়াও হন। টোটো-তে ভাঙচুরও চালানো হয়। মাধবীতলার কাছে বাপি শেখ নামে একজনের টোটো-তে রিক্সায় ধাক্কা মারলে ওই চালক প্রতিবাদ করেন। অভিযোগ, বাপিকেও মারধর করা হয়।

মারধরের প্রতিবাদে টোটো ইউনিয়নের তরফে এ দিন কাটোয়া থানা ঘেরাও করা হয়। পুলিশের তরফে ঘেরাও তুলে নেওয়া হয়। ইউনিয়নের নেতা গণেশ দেবনাথ বলেন, ‘‘মারধরের জেরে টোটো চালকেরা ভয় রাস্তায় চলাচল করতে ভয় পাচ্ছেন।’’ যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে রিকশা চালকদের তরফে আলিম শেখ বলেন, ‘‘টোটো-র কোনও বৈধ ছাড়পত্র নেই। আমরা নিয়মনীতি মেনেই যাত্রী তুলছি।’’ সিআইটিইউ নেতা অঞ্জন চট্টোপাধ্যায়ের দাবি, ‘‘প্রশাসন উভয়ের স্বার্থ রক্ষা করে কোনও মীমাংসা করলে তবেই এই দ্বন্দ্ব এড়ানো যেত।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন