রায়নায় ঝাপান

বরাবরের প্রথা মেনে ঝাপান উৎসব শুরু হল রায়নায়। শুক্রবার রায়নার গোপালপুরে মনসা পুজো উপলক্ষে দুটি দলের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা করে মঞ্চ বেঁধে সাপ খেলা দেখানো হয়। স্থানীয় বাসিন্দা ও মেলার অন্যতম উদ্যোক্তা অশোক সাঁতরা জানান, এই গ্রামে প্রায় ৭৫ বছর ধরে সয়লা ও ঝাপান উৎসব চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৫ ০১:৫০
Share:

বরাবরের প্রথা মেনে ঝাপান উৎসব শুরু হল রায়নায়। শুক্রবার রায়নার গোপালপুরে মনসা পুজো উপলক্ষে দুটি দলের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা করে মঞ্চ বেঁধে সাপ খেলা দেখানো হয়। স্থানীয় বাসিন্দা ও মেলার অন্যতম উদ্যোক্তা অশোক সাঁতরা জানান, এই গ্রামে প্রায় ৭৫ বছর ধরে সয়লা ও ঝাপান উৎসব চলছে। সাপের খেলা দেখানোও পুরোনো আমলেরই রীতি। এ বছর রায়না ও হুগলির পুরশুড়ার একটি দল সাপের খেলা দেখাচ্ছে। মেলা উপলক্ষ্যে দু’দিন ধরে সন্ধ্যায় বাউল গান, লোকসঙ্গীত, ছৌ নাচেরও আয়োজন রয়েছে। স্থানীয় যুবকদের দাবি, দক্ষিণ দামোদর এলাকার বহু গ্রাম থেকেই ঝাপান দেখতে আসেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন