শিশু বদলের নালিশ

সদ্যোজাত বদলের অভিযোগ উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন শিশুটির পরিবারের লোকজন। পুলিশেও অভিযোগ করেছেন তাঁরা। তড়িঘড়ি তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন হাসপাতালের সুপার দেবব্রত দাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৫ ০১:১২
Share:

সদ্যোজাত বদলের অভিযোগ উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন শিশুটির পরিবারের লোকজন। পুলিশেও অভিযোগ করেছেন তাঁরা। তড়িঘড়ি তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন হাসপাতালের সুপার দেবব্রত দাস। তাঁর আশ্বাস, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পলাশডিহার বাসিন্দা সঞ্জীব পালের স্ত্রী শর্মিষ্ঠাদেবী ১০ নভেম্বর সকালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন। বুধবার দুপুর ১টা নাগাদ অস্ত্রোপচারের মাধ্যমে একটি শিশুর জন্ম দেন তিনি। সঞ্জীববাবুর দাবি, অস্ত্রোপচারের ঘর থেকে বেরিয়ে এক নার্স একটি শিশুকে দেখিয়ে তাঁদের জানিয়েছিলেন, শর্মিষ্ঠাদেবী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সঞ্জীববাবু অভিযোগ করেন, এর পরে দুপুর সওয়া ২টো নাগাদ হঠাৎ অন্য এক নার্স এসে তাঁদের জানান, শর্মিষ্ঠাদেবী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

সঞ্জীববাবু এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। তিনি বিধাননগর ফাঁড়িতে বুধবার অভিযোগ করে ঘটনার তদন্ত এবং হাসপাতালের দোষী কর্মীদের শাস্তির দাবি জানান। রাতে হাসপাতালের সুপারের কাছেও অভিযোগ করেন। সঞ্জীববাবু বলেন, ‘‘সদ্যোজাতের বাবা-মায়ের মনে এ ভাবে ধোঁয়াশা তৈরি করা ঠিক নয়। দোষীদের সাজার দাবি জানিয়েছি।’’

Advertisement

বৃহস্পতিবার সঞ্জীববাবু ও তাঁর পরিজনেরা সুপার দেবব্রতবাবুর ঘরে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান। এমন অভিযোগ ওঠায় বিব্রত হাসপাতাল কর্তৃপক্ষ। সুপার একটি কমিটি গড়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সে দিন প্রসবের সময়ে যে নার্স ও চিকিৎসক উপস্থিত ছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করবে কমিটি। প্রসূতির সঙ্গেও কথা বলা হবে। সুপার বলেন, ‘‘ঘটনার উপযুক্ত তদন্ত করে দেখে যদি কারও কর্তব্যে গাফিলতি ধরা পড়ে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement