সাজা ঘোষণা

নিরাপত্তা কর্মীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে পালানোর চেষ্টা করায় এক ব্যক্তির তিন বছরের কারাদণ্ড হল। শুক্রবার এই সাজা শোনান আসানসোল আদালতের দায়রা বিচারক (২) অনামিত্রা ভট্টাচার্য। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০১:১৯
Share:

নিরাপত্তা কর্মীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে পালানোর চেষ্টা করায় এক ব্যক্তির তিন বছরের কারাদণ্ড হল। শুক্রবার এই সাজা শোনান আসানসোল আদালতের দায়রা বিচারক (২) অনামিত্রা ভট্টাচার্য। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সরকারি আইনজীবী অমিতাভ চৌধুরী জানান, ২০১৪ সালে বেসরকারি লগ্নি সংস্থায় কারচুপি করার অভিযোগে ধৃত ধানবাদের বাসিন্দা দশরথ মাহাতোকে আসানসোল সংশোধানাগার থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। আচমকা দশরথ পকেট থেকে লঙ্কাগুঁড়ো বের করে কনস্টেবলদের দিকে ছুড়ে মারে। একজন কনস্টেবল জখম হন। দশরথ পালাবারও চেষ্টা করে। অমিতাভবাবু জানান, মামলায় মোট ৪ জন সাক্ষ্য দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন