সাহিত্যিকের স্মরণে সভা

সদ্য প্রয়াত কবি ও সাহিত্যিক আব্দুস সামাদের স্মরণ সভা হয়ে গেল বর্ধমান উদয়চাঁদ মহিলা কলেজে। মঙ্গলবার ‘বর্ধমান ইতিহাস সন্ধান সৌরভ’ নামে একটি সংগঠন ও কলেজের উদ্যোগে স্মরণসভাটি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০২:৩২
Share:

সদ্য প্রয়াত কবি ও সাহিত্যিক আব্দুস সামাদের স্মরণ সভা হয়ে গেল বর্ধমান উদয়চাঁদ মহিলা কলেজে। মঙ্গলবার ‘বর্ধমান ইতিহাস সন্ধান সৌরভ’ নামে একটি সংগঠন ও কলেজের উদ্যোগে স্মরণসভাটি হয়। হাজির রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, ‘‘সামাদ সাহেব তাঁর অসাধারণ লেখনী ও সামাজিক বিশ্লেষণে অনেকের চেয়ে এগিয়ে ছিলেন। বিখ্যাত ভাষাচার্য সুকুমার সেনের অধীনে তিনি গবেষনা করেছিলেন। তাঁর লেখা বর্ধমান রাজসভা আশ্রিত বাংলা সাহিত্য রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।’’ ১৯৪৩ সালেও বর্ধমানের তকিপুর গ্রামে জন্মেছিলেন আব্দুস সামাদ। রানিগঞ্জের টিডিবি কলেজে অধ্যাপনা করতেন তিনি। সৌরভের সম্পাদক গিরিধারী সরকার বলেন, ‘‘সামাদ সাহেব শুধু এই রাজ্যেই নয় বাংলাদেশেও সমান জনপ্রিয় ছিলেন।’’ এ দিন আব্দুস সামাদের স্মরণে একটি পুস্তিকা প্রকাশ করেন রবিরঞ্জনবাবু। পুস্তিকাটিতে বারিদবরণ ঘোষ, যজ্ঞেশ্বর চৌধুরী, সুমিতা চক্রবর্তী, জ্যোতির্ময় ভট্টাচার্য প্রমুখেরা সামাদ সাহেবের লেখনীর নানা দিক বিশ্লেষণ করেছেন। স্মরণসভার আগে মহিলা কলেজে একটি অডিটোরিয়ামও উদ্বোধন করেন মন্ত্রী। রাজবাড়ির ভূমি সংস্কার দফতরে থাকা দুটি পুরোনো ছাপাখানা মেশিন সংরক্ষনের জন্য লিখিত ভাবে গিরিধারীবাবুরা মন্ত্রীর কাছে আবেদন জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement