দ্বিতীয় বর্ষের এক পড়ুয়াকে র্যাগিংয়ের অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে। কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি আইন কলেজের ঘটনা। ছাত্রের বাবা শুক্রবার কাঁকসা থানায় ওই কলেজেরই তিন পড়ুয়ার নামে অভিযোগ করেন।
দ্বিতীয বর্ষের ওই পড়ুয়া হুগলির তারকেশ্বরের ভাটা গ্রামের বাসিন্দা। ছাত্রের বাবা জানান, কলেজের কাছেই একটি মেসে থাকতেন তাঁর ছেলে। কিন্তু মেসে ছেলের এক বন্ধু মাদক সেবনের জন্য জোরাজুরি করে বলে অভিযোগ। ওই মেসে হুগলির ওই ছেলেটির উপরে নিয়মিত অত্যাচারও চালানো হতো। পরে অভিযুক্ত ছাত্রটিও ওই মেসে ওঠে। পড়ুয়ার বাবা জানান, গত ১৭ এপ্রিল জঙ্গলে নিয়ে গিয়ে মারধর করে অভিযুক্ত ছাত্র ও তার দু’জন সঙ্গী। কলেজ কর্তৃপক্ষ অবশ্য জানান, কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলাচ্ছে পুলিশ।