হেলমেট নইলে মিলবে না তেল

হেলমেট না পরে অথবা সিট বেল্ট না বেঁধে গেলে পেট্রোল পাম্পে গিয়ে তেল মিলবে না— এই মর্মে ২০ দিন আগে নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। তবুও বর্ধমান শহরের বেশ কয়েকটি পাম্পে গিয়ে দেখা গিয়েছে নির্দেশকে থোড়াই কেয়ার করছেন বাসিন্দারা। কোথাও হেলমেট ছাড়াই তেল নিতে ভিড় করছেন তাঁরা। আবার কোথাও কেন তেল দেওয়া হবে না বোঝাতে মাথা খারাপ হওয়ার জোগাড় পেট্রোল পাম্প মালিকদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৫৬
Share:

এভাবেই হেলমেট ছাড়া তেল কেনা চলছে। কার্জন গেটের কাছে উদিত সিংহের তোলা ছবি।

হেলমেট না পরে অথবা সিট বেল্ট না বেঁধে গেলে পেট্রোল পাম্পে গিয়ে তেল মিলবে না— এই মর্মে ২০ দিন আগে নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। তবুও বর্ধমান শহরের বেশ কয়েকটি পাম্পে গিয়ে দেখা গিয়েছে নির্দেশকে থোড়াই কেয়ার করছেন বাসিন্দারা। কোথাও হেলমেট ছাড়াই তেল নিতে ভিড় করছেন তাঁরা। আবার কোথাও কেন তেল দেওয়া হবে না বোঝাতে মাথা খারাপ হওয়ার জোগাড় পেট্রোল পাম্প মালিকদের।

Advertisement

বুধবার বর্ধমানের বিজয়তোরণের কাছে একটি পেট্রোল পাম্পে গিয়ে দেখা গিয়েছে, জেলা প্রশাসনের নির্দেশে সংক্রান্ত বিজ্ঞপ্তি সেখানে টাঙানো রয়েছে। তবুও হেলমেটহীন মোটরবাইক চালকেরা অবাধে সেখানে ঢুকে পেট্রোল কিনছেন। ওই বিজ্ঞপ্তির কথা জিজ্ঞাসা করতেই পাম্পের কর্মীরা বললেন, জেলাশাসকের জারি করা বিজ্ঞপ্তি এলেও প্রথমে তা টাঙানো হয়নি। তবে পরে তা টাঙানো হয়। কিন্তু বাইক আরোহীরা কথা না শোনায় বিজ্ঞপ্তি সত্ত্বেও হেলমেটবিহীন মোটরবাইক চালকদের তেল বিক্রি করা হচ্ছে।

কিন্তু কেন এমন পদক্ষেপ প্রশাসনের? জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “যেহেতু হেলমেট না পড়ার কারণে প্রচুর দুর্ঘটনা ঘটছে তাই এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।” এর আগেও দুর্ঘটনা রুখতে একাধিক কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন। তাতে পরিসংখ্যানের হিসেবে দুর্ঘটনা কিছুটা কমেছে ঠিকই, কিন্তু পুরোপুরি রোখা যায়নি। এ বারও বিজ্ঞপ্তি জারি হলেও ফাঁক রয়ে গিয়েছে। তবে নির্দেশ না মানার কথা মানতে না চেয়ে জেলাশাসক বলেন, “তেমন খবর আমরা পাইনি। তবে মাঝেমধ্যে পেট্রোল পাম্পের ক্রেতারা ওই হেলমেট বা সিট বেল্ট সংক্রান্ত নির্দেশ মানছেন কি না তা খতিয়ে দেখা হবে।”

Advertisement

তবে নির্দেশটি মানুষের মধ্যে ভালবাবে প্রচার না করায় মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন পাম্প মালিকদের একাংশ। বুধবার বর্ধমান মুচিপাড়া সংলগ্ন একটি পাম্পে গিয়ে দেখা গিয়েছে এক হেলমেটহীন চালকের সঙ্গে বচসা চলছে পাম্প কর্মীদের। ওই চালকের দাবি, হেলমেট সংক্রান্ত নির্দেশ কোথাও প্রকাশ হয়নি। তা সত্ত্বেও তাঁকে তেল দেওয়া হচ্ছে না।

এই সমস্যা নিয়ে সরব হয়েছেন পাম্প মালিকদের একাংশও। নাম প্রকাশে অনিচ্ছুক তেমনই এক পাম্প মালিকের কথায়, “প্রশাসনের তরফে উপযুক্ত প্রচার না করায় সমস্যা বেড়েছে। কেন নগদ টাকা ফেলে ওই চালকেরা তেল পাবেন না তা বোঝাতে আমাদের রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন